শুধুমাত্র দিল্লিবাসীর কথা ভেবে বেসরকারি হাসপাতালে করোনা বেড সংরক্ষিত, বললেন মুখ্যমন্ত্রী

0
40

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

দিল্লিবাসীর জন্য বিশেষ সুবিধা। শুধুমাত্র দিল্লিতে সরকারি বেসরকারি হাসপাতালে করোনা রোগীর জন্য কিছু বেড সংরক্ষিত করা হবে। রবিবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যে দিল্লির বেসরকারি হাসপাতালে করোনা শয্যা অপর্যাপ্ত, এই অভিযোগে সরব নাগরিক সমাজ। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা তাৎপর্যপূর্ণ।

Arvind Kejriwal | newsfront.co
ছবিঃ এএনআই

তবে গত কয়েক সপ্তাহে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। দিনপিছু গড়ে হাজার জনের সংক্রমণের খবর মিলছে। রাজ্যে মোট সংক্রমিত ২৭ হাজার ছাড়িয়েছে।

আরও পড়ুনঃ সুবিচারের আশায় দরজায় দরজায় ঘুরছে সাংবাদিকরা! প্রতিবাদে ইস্তফাপত্র দিলেন বি আর গুপ্তা

এদিন, কেজরিওয়াল বলেন, “আমরা পাঁচ চিকিৎসকদের একটা কমিটি গড়েছি। সেই কমিটি আমাদের প্রস্তাব দিয়েছে জুনের মধ্যে আরও ১৫ হাজার বেড দরকার। ওঁদের মতে রাজ্যের হাতে থাকা নয় হাজার বেড, আগামি তিন-চার দিনের মধ্যে পূরণ হয়ে যাবে। কারণ ভিনরাজ্যের সংক্রমিতদের চিকিৎসাধীন হওয়ার সংখ্যা বাড়ছে।” তিনি আরও বলেন যে, বেসরকারি হাসপাতালেও বেড সংখ্যা কম নয়। তাই সংক্রমণ উপসর্গ নিয়ে আসা রোগীদের কম শয্যার অছিলায় ফেরানো যাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here