কেজরিওয়ালের আপত্তি থাকায় কোয়ারেন্টাইনের নীতি প্রত্যাহার করলেন এলজি

0
37

নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ

রাজধানীতে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রত্যেক বাসিন্দাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে রাখতে হবে। আগে এমনটাই বলেছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বইজল। সেইসময় তাঁর নির্দেশের বিরোধিতা করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপত্তি থাকায় চাপের মুখে পড়েন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বইজল।

Kejriwal and LG | newsfront.co
ফাইল চিত্র

আর তাই দিল্লির বাধ্যতামূলক পাঁচদিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নীতি প্রত্যাহার করলেন তিনি। দিল্লির শাসক দল আম আদমি পার্টির তীব্র আপত্তির জেরে শনিবার বিকালে নিজের সিদ্ধান্ত লঘু করার সিদ্ধান্ত নেন বইজল।

প্রসঙ্গত, শুক্রবারই বইজল বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নিয়মটি চালু করেছিলেন। শনিবার দুপুরে দিল্লির বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে বৈঠকে বইজলের নির্দেশের বিরুদ্ধে মন্তব্য করেন কেজরিওয়াল। তিনি বলেন, এই নির্দেশের জেরে মাঝারি ও গুরুতর সংক্রমণে আক্রান্তদের পরিবর্তে মৃদু ও উপসর্গহীন রোগীরাই বেশি গুরুত্ব পাবেন।

আরও পড়ুনঃ টানা ১৪ দিন ধরে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম

এরপর লোকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকার ভয়ে করোনা পরীক্ষা এড়িয়ে চলবে। এদিনের বৈঠকে বইজলকে তিনি প্রশ্ন করেন যে, যেখানে আইসিএমআর মৃদু উপসর্গ ও উপসর্গহীনদের বাড়িতে বিচ্ছিন্ন থাকার নিদান দিচ্ছে, সেখানে দিল্লিতে ভিন্ন নিয়ম পালন করা হবে কেন?

আরও পড়ুনঃ কুলগাম এনকাউন্টার: ১ জঙ্গি নিকেশ, অপারেশন চলছে

কেজরিওয়ালের এহেন মন্তব্যের পরই শনিবার বিকালে নিজের সিদ্ধান্ত লঘু করেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বইজল। বইজল জানান, যে সব করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে রাখতে হবে না বলে ডাক্তাররা বলবেন ও তাঁদের বাড়িতেও কোয়ারেন্টাইন করার জায়গা নেই, সে সব রোগীকে এখন থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখতে হবে। তবে বাকিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলে সাফ জানিয়ে দেন বইজল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here