লালকেল্লায় তাণ্ডবের অভিযোগে গ্রেফতার জম্মু কাশ্মীরের কৃষক নেতা

0
89

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

জম্মু-কাশ্মীর সংযুক্ত কিষাণ ফ্রন্টের চেয়ারম্যান মোহিন্দর সিংকে সোমবার রাতে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। অভিযোগ, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের ঘটনায় এই কৃষক নেতা জড়িত ছিলেন। এই ঘটনায় প্রথম কাশ্মীরের কাউকে গ্রেফতার করল পুলিশ।

Mohinder Singh | newsfront.co
মোহিন্দর সিং। ছবিঃ এএনআই

তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, জম্মু শহরের বাইরে গান্ধী নগর থানায় পুলিশ সুপার ডেকে পাঠান মোহিন্দর সিংকে, তারপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের লোক থানায় তাঁর খোঁজ করতে গিয়ে জানতে পারেন, মোহিন্দরকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ কর্ণাটকের পাথর খাদানে বিস্ফোরণ, মৃত ৬

এরপর ওই কৃষক নেতার পরিজনেরা গান্ধী নগর থানার সামনে বিক্ষোভ দেখালে থানার শীর্ষ আধিকারিক গুরনাম সিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিজনদের জানানো হয়েছে আইনি আবেদন করার জন্য। জানা গিয়েছে, মোহিন্দর কৃষক আন্দোলনে খুবই সক্রিয় ছিলেন। তবে পরিবারের দাবি, তিনি কোনওদিন লালকেল্লায় যাননি। কিন্তু দিল্লি সীমান্তে অবস্থানে বসেছিলেন।

আরও পড়ুনঃ প্রাথমিকে শিক্ষক নিয়োগে অন্তর্বতী স্থগিতাদেশ জারি কলকাতা হাইকোর্টের

অন্যদিকে,দিল্লি সীমান্তে চলা কৃষক আন্দোলনের সমর্থনে ফের সোচ্চার হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নির্বাচনী প্রচারে দু’দিনের কেরালা সফরে গিয়েছেন রাহুল। সোমবার নিজের লোকসভা কেন্দ্র ওয়েনাডে জনসভা করেন কংগ্রেস সাংসদ।

সেখানে মোদী সরকারকে কটাক্ষ করে রাহুল বলেন, “আন্তর্জাতিক পপ স্টার ভারতীয় কৃষকদের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্যুইট করেছেন, কিন্তু সরকার সেই বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না। যতক্ষণ না বাধ্য করা হবে এই সরকার বিতর্কিত তিনটি কৃষি আইন বিলোপ করবে না। এই আইন ভারতীয় কৃষি পরিকাঠামোকে ধ্বংস করে দেবে। মোদীজির দুই-তিন জন বন্ধুর হাতে পুরো কৃষি ক্ষেত্রের নিয়ন্ত্রণ চলে যাবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here