দিল্লির বাইরে ট্রাক্টর মিছিল, মানতে নারাজ কৃষকরা

0
68

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথে হবে ট্রাক্টর প্যারেড, আগেই ঘোষণা করেছেন আন্দোলনকারী কৃষকেরা। দিল্লি পুলিশের মতে এই প্যারেডে বিঘ্নিত হতে পারে শান্তিশৃঙ্খলা। তাই প্রজাতন্ত্র দিবসের আগে ট্রাক্টর মিছিলের রুট এবং নিরাপত্তা নিয়ে সিংঘু সীমান্তে অবস্থানরত কৃষকদের সঙ্গে বৈঠক করলেন পুলিশকর্তারা।

Tractor Rally | newsfront.co

নয়া কৃষি আইনের প্রতিবাদে আগামী ২৬ জানুয়ারি সেনা কুচকাওয়াজের আদলে দিল্লিতে ট্রাক্টর প্যারেড করবেন কৃষকরা। সিংঘু, টিকরি এবং গাজিপুর সীমান্ত থেকে কয়েক হাজার কৃষক ট্রাক্টর মিছিল করে দিল্লিতে প্রবেশ করবেন এমনই ছিল তাঁদের ঘোষিত কর্মসূচি।

কিন্তু পুলিশকর্তারা কৃষকদের কাছে আবেদন করেছেন, যাতে কিষাণ ঘাট পর্যন্ত মিছিল না করে রুট পরিবর্তন করেন তাঁরা। তা মানতে নারাজ কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়নের এক নেতা জানিয়েছেন, পুলিশ চাপ দিচ্ছিল দিল্লির বাইরেই মিছিল করার জন্য। কিন্তু কৃষকরা তা মানবেন না।

আরও পড়ুনঃ করোনার ধাক্কায় সাধারণতন্ত্র দিবসে ওয়াঘা-আটারি সীমান্তে বাতিল বিটিং রিট্রিট

কীর্তি কিষাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজিন্দর সিং দীপ সিং ওয়ালা জানিয়েছেন, “সোমবার সন্ধে এবং মঙ্গলবার সকালে দিল্লি পুলিশের ৭-৮ জনের একটি প্রতিনিধি দল আমাদের সঙ্গে বৈঠক করে। তাঁরা আমাদের আবেদন করে, যেন দিল্লির বাইরে আমরা ট্রাক্টর মিছিল করি। কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, আউটার রিং রোডে আমরা ট্রাক্টর প্যারেড করব। শান্তিপূর্ণ ভাবে আমরা মিছিল করতে চাই। বুধবারে তাঁরা ফের বৈঠক করবেন আমাদের সঙ্গে।”

আরও পড়ুনঃ হাওড়া-কালকা মেলের নাম নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ের

তিনি আরও জানান, বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে দিল্লির বাসিন্দাদের কাছে অনুরোধ করা হবে যাতে ওইদিন রিং রোড ছেড়ে দেওয়া হয় কৃষকদের জন্য। রাজপথে কুচকাওয়াজকে কোনভাবে বিঘ্নিত করবেন না তাঁরা।

ইতিমধ্যে টিকরি সীমান্তে হরিয়ানা পুলিশ নিরাপত্তা বেষ্টনী আরও কঠোর করেছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে যাতে সিংঘু থেকে টিকরি পর্যন্তই ট্রাক্টর মিছিল করতে পারেন কৃষকরা। কিন্তু দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়ে পুলিশ বন্ধ করতে দেবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here