ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
জামিয়া মিলিয়ার ছাত্র নেতা আসিফ ইকবাল তানহাকে গ্ৰেফতারের পর জুডিশিয়াল কাস্টোডিতে পাঠান হল।
শনিবার সন্ধ্যায় দিল্লি পুলিশের বিশেষ সেল তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। তারপরেই তাকে চক্রপুরী ক্রাইম ব্রাঞ্চ গ্ৰেফতার করে। তাকে সাকেট কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হয়।
Delhi Police crime branch arrests a student of Jamia Millia Islamia in connection with violence in Jamia area during protest against Citizenship Amendment Act in December last year: Officials
— Press Trust of India (@PTI_News) May 17, 2020
তিনদিনের জন্য পুলিশ কাস্টোডিতে নেওয়ার ক্রাইম ব্রাঞ্চের আবেদন আদালত খারিজ করে দেয়।
জানা গেছে গ্ৰেফতারের আগে পুলিশ তাকে কম করে ৪বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়।
পার্সি নিয়ে বিএ’তে পাঠরত আসিফ জামিয়া কোঅর্ডিনেশন কমিটির সদস্য।এই জামিয়া কোঅর্ডিনেশন কমিটি গত ডিসেম্বরে নতুন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে।
আরও পড়ুন:লকডাউন ৪: কর্মক্ষেত্রে থার্মাল স্ক্রীনিং বাধ্যতামূলক, আরোগ্য সেতু নিয়ে সুর নরম
ফেব্রুয়ারি মাসে হওয়া মামলার ভিত্তিতে মিরন হাইদার ও সাফুরা জারগার-দুই জামিয়ার শিক্ষার্থী আগে থেকেই জুডিশিয়াল কাস্টোডিতে রয়েছে।
গত ১০ ই এপ্রিল তিন মাসের বেশী সময়ের গর্ভবতী ২৭ বছর বয়সী এমফিল ছাত্রী সাফুরাকে ইউএপিএ ধারায় গ্ৰেফতার করা হয়। অন্যদিকে পিএইচডি’র ছাত্র মিরন আরজেডির দিল্লি যুব সংগঠনের প্রেসিডেন্ট ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584