নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শাহিন বাগের সিএএ বিরোধী আন্দোলনের নেতৃত্বকারী প্রধান মুখ বিলকিস বানোকে আটক করল দিল্লি পুলিশ। জানা গেছে দিল্লিতে কৃষক বিক্ষোভে সংহতি জানাতে মঙ্গলবার দিল্লি-হরিয়ানা বর্ডারে গিয়েছিলেন তিনি। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে দিল্লি পুলিশ তাঁকে আটক করে।
প্রসঙ্গত উল্লেখ্য, অশীতিপর বিলকিস বানো, গত বছর কনকনে ঠান্ডায় রাতভর অবস্থানে বসে পড়েন দিল্লির শাহিনবাগে। দাবি তুলেছিলেন বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করতে হবে। তারপর ধীরে ধীরে তাঁর সঙ্গে যোগ দেন হাজার হাজার মহিলা। কেন্দ্রের বিজেপি সরকারের একাধিক নেতা-মন্ত্রীরা লোভী, টাকার জন্য আন্দোলনে বসা মহিলা হিসাবে ইত্যাদি বলে কটাক্ষ করেছিলেন।
আরও পড়ুনঃ সারদা মামলায় নয়া ভয়েস রেকর্ডিং পেল সিবিআই
Delhi: Police detain Shaheen Bagh activist Bilkis Dadi who reached Singhu border (Delhi-Haryana border) to join farmers' protest. https://t.co/UTnTit1oso pic.twitter.com/34lCCtXy5u
— ANI (@ANI) December 1, 2020
আরও পড়ুনঃ কাটল না জট! আইন রেখে সমস্যা সমাধানের আশ্বাস, মানতে নারাজ কৃষকরা
কৃষক আন্দোলনে যোগ দেওয়া অন্য এক বৃদ্ধার সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলে টুইটারে কদর্য ভাষায় আক্রমণ করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। লেখেন, “এঁকে তো ১০০টাকার বিনিময়েই পাওয়া যায়।“ এবার কৃষক বিদ্রোহে সত্যিই দেখা মিলল ‘শাহিনবাগের দাদি’ র।
বিলকিস বানো এদিন বলেন, “আমরা চাষির মেয়ে। আমাদের কথা শুনতে হবে সরকারকে।“ তাঁকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় ব্যাপক শোরগোল হয় দিল্লি-হরিয়ানা সীমান্তে। ইতিমধ্যেই কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানে তিনজন কৃষকের মৃত্যু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584