ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে দিল্লি কার্যত দূর্গ! কৃষক আন্দোলনে বাড়তি সতর্কতা

0
54

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

‘চাক্কা জ্যাম’ কর্মসূচি দিল্লিতে হচ্ছে না বলে আগেই ঘোষণা করেছিল কিষাণ মোর্চা। কিন্তু, প্রজাতন্ত্র দিবসের স্মৃতি মাথায় রেখে কোন রকম ঝুঁকি না নিয়ে রাজধানীকে কার্যত দূর্গে পরিণত করেছে দিল্লি পুলিশ।

Delhi police | newsfront.co
নিরাপত্তা বলয়। ছবিঃ আইএএনএস

গাজিপুর সহ দিল্লি সীমানা বন্ধ। কাঁটাতারের বেড়া লাগানো হয়েছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জলকামান, রয়েছে আধা সেনা, পুলিশ বাহিনী। দিল্লি পুলিশ জানিয়েছে, প্রায় ৫০ হাজার বাহিনী দিল্লিতে সুরক্ষার কাজে মোতায়েন করা হয়েছে। দিল্লি মেট্রোকে সতর্ক করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় যাতে উস্কানি না ছড়ায় তার জন্য দিল্লি সীমানায় কৃষকদের বিক্ষোভস্থলে বন্ধ করা হয়েছে ইন্টারনেট। সতর্ক রয়েছে দিল্লি পুলিশের সাইবার সেল।

মেট্রোর তরফে বলা হয়েছে যে, লালকেল্লা, জামা মসজিদ, জনপদ ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রোর প্রবেশ ও বাহির পথ এদিন বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ দেশের পাঁচ বড় দলকে ৮৭৬.১০ কোটি টাকা দিয়েছে কর্পোরেট সংস্থাগুলি

তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের বিক্ষোভে উত্তাল দেশ। মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ দুপুর ৩টে থেকে তিন ঘন্টার জন্য ‘চাক্কা জ্যাম’ কর্মসূচির ডাক দিয়েছে কৃষক সংগনগুলি। তবে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে রাজধানী দিল্লিকে।

আরও পড়ুনঃ শাহিনবাগ বানিয়ে তুলবেন না- হুঁশিয়ারি কেন্দ্রের

উত্তরপ্রদেশ, হরিয়ানাতেও ‘চাক্কা জ্যাম’ হবে না। শুক্রবার সংযুক্ত কিষাণ মোর্চার তরফে এই ঘোষণা করা হয়। তবে দিল্লির বাইরে জাতীয় সড়কে শান্তিপূর্ণভাবে কৃষকদের ‘চাক্কা জ্যাম’ পালন করতে আর্জি জানিয়েছেন কৃষক নেতারা।

তবে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র‍্যালির সময় পূর্ব নির্ধারিত পথে না গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মধ্য দিল্লিতে পৌঁছে যায় কৃষকদের র‍্যালি। লালকেল্লায় চলে তাণ্ডব। এরপর কৃষকদের আন্দোলন ঘিরে সতর্ক পুলিশ প্রশাসন। ঝুঁকি এড়াতে তাই ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করে কার্যত দূর্গে পরিণত করা হয়েছে দিল্লিকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here