নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কৃষকদের আটকাতে সোমবার ৬০টি ধাতব রডের মতো দেখতে অস্ত্র দেওয়া হয় পুলিশকর্মীদের। সহদরা জেলা পুলিশের হাতে সেই ধাতব ব্যাটনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার আবার দিল্লি পুলিশের হেড কোয়ার্টারের তরফে এই ব্যাটনের ব্যবহারে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। দাঙ্গা পরিস্থিতি হলে তখন ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

দেখতে অনেকটা রডওয়ালা তলোয়ারের মতো। দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে এই বিশেষ হাতিয়ার পুলিশকে দেওয়া হয় প্রশাসনের তরফে। লালকেল্লায় তাণ্ডবের সময় আন্দোলনকারীদের সঙ্গে খণ্ডযুদ্ধে বহু পুলিশকর্মী আহত হন। তার থেকে শিক্ষা নিয়েই পুলিশকর্মীদের সুরক্ষার জন্য এই হাতিয়ার ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুনঃ কেন্দ্রের নির্দেশে কৃষক আন্দোলনের সমর্থক টুইটার সাসপেন্ড
অভিযোগ, বেশ কিছু আন্দোলনকারী তলোয়ার নিয়ে হামলা চালায় পুলিশের উপর। তার থেকে বাঁচতেই এই হাতিয়ার পাল্টা ব্যবহারের জন্য ভাবা হয়েছে। কিন্তু এর অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা রয়েছে পুলিশের একাংশের মধ্যেই।
আরও পড়ুনঃ ফের বাড়ল কেরোসিনের দাম
সহদরা জেলা পুলিশের কর্মীদের হাতে এই ধাতব ব্যাটন নেওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছেন অনেকেই। এরপরই বিতর্কের জেরে দিল্লি পুলিশের সদর দফতরের তরফে শীর্ষ আধিকারিকরা অবিলম্বে ওই অস্ত্র ব্যবহারে স্থগিতাদেশ দিয়েছে। পাশাপাশি, এই ধাতব ব্যাটন ব্যবহারের আগে অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে পুলিশকর্মীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584