দিল্লি দাঙ্গা:দুই টিভি চ্যানেলের সম্প্রচার নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র

0
87

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:

দিল্লি দাঙ্গা নিয়ে সংবাদ প্রচারে সাম্প্রদায়িকতায় ইন্ধন জোগানোর অভিযোগে দুই সংবাদ মাধ্যমের সম্প্রচার নিষেধাজ্ঞা ৪৮ ঘন্টা পর তুলে নিল কেন্দ্রীয় সরকার।

শুক্রবার সন্ধ্যা ৭:৩০ এ হঠাৎই কেরালার দুই টিভি চ্যানেল ‘এশিয়ানেট’ ও ‘মিডিয়া ওয়ান টিভি’ এর সম্প্রচার বন্ধ করে দেয়া তথ্য সম্প্রচার মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছিল, “এই সংকটময় মুহূর্তের  সংবাদ পরিবেশনের সময় অত্যন্ত যত্নবান হওয়া ও ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি।” বিবৃতিতে আরও দাবি করা হয় যে ওই দুই চ্যানেল কেবল টেলিভিশন নেটওয়ার্কস আইনে লঙ্ঘন করেছে।

মিডিয়া ওয়ান টিভি’র এডিটর-ইন-চিফ সি এল থমাস এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, “মিডিয়া ওয়ান টিভি’র উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা নিষেধাজ্ঞা দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় । এই ঘটনা স্বাধীন এবং সত্য  প্রকাশের বিরুদ্ধে তীক্ষ্ণ আক্রমণ। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই অভূতপূর্ব ও অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে মিডিয়া ওয়ান আইনি ব্যবস্থা নেবে।”

শেষ পর্যন্ত সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া পর  তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর বলেন , “আমরা দুই সংবাদমাধ্যমের উপর থেকে জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছি। মোদি সরকার সর্বদা সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here