[দিল্লি দাঙ্গা] তদন্ত একপেশে ও নির্দিষ্ট একদিকে পরিচালিত বলে মন্তব্য কোর্টের

0
204

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সংগৃহীত

উত্তর পূর্ব দিল্লির দাঙ্গার এক মামলায় বিচারপতি সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে সতর্ক করে বলেন যে তদন্ত একপেশে হয়েছে। কেস ডাইরি ভালো করে পড়ে দেখার পর এই ব্যাপারটি সামনে এসেছে বলে মন্তব্য করেন অ্যাডিশনাল সেশন জাজ।

 

বিচারপতি সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার অফ পুলিশকে সঠিক তদন্তের ব্যাপারটি নিশ্চিত করার  নির্দেশ দেন।

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইকবাল তানহার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করে দিল্লি পুলিশ। সেই মামলায় জুডিশিয়াল কাস্টোডির আবেদন করার সময় বিচারপতি এই মন্তব্য করেন।

কোর্ট তার নির্দেশে উল্লেখ করে দে যে তদন্তকারী পুলিশ আধিকারিক এক্ষেত্রে বিরোধী গোষ্ঠীর ভূমিকা তুলে ধরতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কেস ডাইরি পড়ে বিচারপতির মনে হয়েছে তদন্ত একপেশে ও নির্দিষ্ট একদিকে পরিচালিত।

পুলিশ জামিয়া মিলিয়া ইসলামিয়ার স্টুডেন্ট গুলফিশা খাতুন,সাফুরা জারগার, মিরন হাইদার, জামিয়া অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি শাফিয়া উর রহমান ও প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদের বিরুদ্ধে দাঙ্গা বিরোধী আইনে মামলা করে।

আরও পড়ুন:শ্রমিকদের কাছ থেকে নেওয়া যাবে না কোনো ভাড়া, দিতে হবে খাবার: সুপ্রিম কোর্ট

অন্যদিকে,মার্চ মাসে দিল্লি হাইকোর্টে বিজেপি নেতা অনুরাগ ঠাকুর,পারভেশ বর্মা ও কপিল মিশ্রদের হেট স্পিচ দেওয়ার বিরুদ্ধে পুলিশ এফআইআর জমা করার দাবিতে বেশকিছু আবেদন করা হয়। অভিযোগ করা হয় নতুন নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলন চলাকালীন তাদের ঘৃণা বক্তব্য দিল্লি দাঙ্গাকে উস্কে দেয়। এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন এফআইআর দায়ের হয়নি এবং সেই মামলার শুনানি জুলাই মাসে হওয়ার কথা।

ফেব্রুয়ারির ২৪ তারিখে শুরু হওয়া দিল্লি দাঙ্গায় ৫৩ জনের মৃত্যু হয় এবং আহত হয় ২০০এর অধিক ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here