উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল দিল্লির আদালত

0
72

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর পূর্ব দিল্লিতে ঘটে যায় ভয়াবহ এক সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা। এই সময়ে ফতেমা মসজিদ ও সংলগ্ন বাড়িগুলিতে অগ্নিসংযোগের অভিযোগে মিঠান সিং ও তাঁর পুত্র জনি কুমারকে নামে দুই ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করলো দিল্লির এক আদালত।

Delhi Riots
ছবিঃ লাইভ ল

প্রত্যক্ষদর্শী অভিযোগকারীদের বয়ান অনুযায়ী, মিঠান সিং ও জনি কুমার গত ১৫ ফেব্রুয়ারি ২০২০, সংশ্লিষ্ট অঞ্চলে ঘরবাড়ি ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে ত্রাস সৃষ্টি করেছিল। ফলে অভিযোগকারীরা প্রাণ বাঁচাতে ফতেমা মসজিদের ছাদে আশ্রয় নেন। সেখান থেকে তাঁরা দেখেন যে, মিঠান সিং তাঁর বাড়ি থেকে একটি ছোট গ্যাস সিলিন্ডার নিয়ে এসে তাঁর ছেলে জনিকে বলেন মসজিদে ছুঁড়ে দিতে। তাঁদের অভিযোগ জনি তাইই করে এবং তারপরে অভিযুক্তরা সহ অন্যান্য লোকেরা মিলে বেছে বেছে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের বাড়ির উপর দাহ্য পদার্থ ভরা বোতল ছুঁড়তে থাকে।

অতিরিক্ত দায়রা বিচারক বীরেন্দ্র ভাট মিঠান সিং বিরুদ্ধে দাঙ্গা, বেআইনি সমাবেশ, প্ররোচনা, আগুন বা বিস্ফোরক পদার্থ দ্বারা ডাকাতির অভিযোগ গঠন করেন। আদালত জনির বিরুদ্ধে দাঙ্গা, বেআইনি সমাবেশ, আগুন বা বিস্ফোরক পদার্থ দ্বারা কৃত অপরাধ এবং ডাকাতির অভিযোগ গঠন করে।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনকে ‘খলিস্তানি’ আন্দোলনের সঙ্গে তুলনা কঙ্গনার, এফআইআর দায়ের মুম্বাইতে

আদালত এও বলে, সাক্ষীরা যেভাবে দাঙ্গা, পাথর ছোঁড়া এবং সম্পত্তিতে আগুন দেওয়ার ঘটনা বর্ণনা করেছেন তাতে স্পষ্ট যে তাঁরা এগুলি বানিয়ে বলছেন না। এটা ঠিক যে এই সাক্ষীরা ঘটনার পরপরই পুলিশে অভিযোগ দায়ের করতে বা তাদের বক্তব্য রেকর্ড করতে এগিয়ে আসেননি, তবে এই ঘটনার বেশ কয়েক দিন পরেও এলাকায় একটি সন্ত্রাস ও ভয়ের পরিবেশ জারি ছিল যা অতিক্রম করে তাঁরা অভিযোগ জানাতে পারেননি।

আরও পড়ুনঃ সংসদের শীতকালীন অধিবেশনে আনা হতে পারে ক্রিপ্টোকারেন্সি বিল!

আদালত আরও বলে যে, “এই সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করতে বিলম্ব ইচ্ছাকৃত ছিল এমনটা বলা যাবে না। তাই শুধুমাত্র সাক্ষীদের বয়ান রেকর্ডে বিলম্বের কারণে অভিযুক্তরা এই মামলায় অব্যাহতি দাবি পেতে পারে না।” যদিও দোষীদের দাবি তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here