মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই দেশের বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে খুলে গেছে স্কুলের দরজা। এবার দিল্লিতেও ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে খুলল স্কুল। আজ, সোমবার থেকে সব শ্রেণির পড়ুয়াদের নিয়েই দিল্লিতে শুরু হল স্কুল। শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে, পড়ুয়াদের যেন অভিভাবকের অনুমতিতেই স্কুলে আসে, এ বিষয়ে নিশ্চিত করতে হবে স্কুল কর্তৃপক্ষকে।
পাশাপাশি এও নিশ্চিত করতে হবে যে, ৫০ শতাংশের বেশি পড়ুয়াদের স্কুলে আসতে দেওয়া হবে না। স্কুল খোলার প্রসঙ্গে দিব্যা শর্মা নামে এক ছাত্রী বলেন, “আজ থেকে স্কুল খুলে গিয়েছে। খুবই ভালো লাগছে। স্কুলে প্রবেশের পর আমাদের হাত স্যানিটাইজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের তরফে।”
আরও এক স্কুল পড়ুয়া বলেন, “টানা দু’বছর ধরে আমি স্কুলকে মিস করেছি। স্কুল যাওয়া, বন্ধুদের সাথে খেলাধূলা করা, গল্প করা, এগুলোকে খুব মিস করেছি। এখন স্কুল খুলে যাওয়ায় আমি খুব খুশি। আবার আমরা স্কুলে গিয়ে পড়াশুনা করতে পারব।”
Delhi schools reopen for all classes with 50% capacity from today; visuals from Rajkiya Pratibha Vikas Vidyalaya Raj Niwas Marg pic.twitter.com/IRYrfOZVBi
— ANI (@ANI) November 1, 2021
করোনা বিধিনিষেধ মেনে স্কুল খুললেও কোনো কোনো ক্ষেত্রে অনলাইনেও পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। শুধুমাত্র দিল্লি নয়, আজ সোমবার থেকে কেরলেও খুলে গেল স্কুলের দরজা। প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী এবং দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে সেরাজ্যের স্কুলগুলিতে পঠনপাঠন শুরু হল।
Kerala government reopens schools from today for classes 1 to 7 and classes 10 and 12; Visual from St.Mary's Higher Secondary School, Pattom, Thiruvananthapuram pic.twitter.com/o8EqOg9qMB
— ANI (@ANI) November 1, 2021
উল্লেখ্য, দিন কয়েক আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসময় শিলিগুড়ির এক প্রশাসনিক সভা থেকে এ রাজ্যে স্কুল খোলার কথা ঘোষণা করেন তিনি। আগামী ১৫ নভেম্বর থেকে করোনা বিধি মেনে সব স্কুল খুলে যাবে এমনটাই জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কোভ্যাক্সিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ করল কলকাতা পৌরনিগম
কিন্তু ওই দিন সরকারি ছুটি থাকার কারণে পশ্চিমবঙ্গে ১৬ নভেম্বর খুলবে স্কুলের দরজা। তার আগে স্কুলগুলিতে স্যানিটাইজেশনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবার পুনরায় পঠনপাঠন শুরু করার জন্য স্কুলগুলির প্রস্তুতি এখন তুঙ্গে। করোনা পরিস্থিতির কারণে নির্দিষ্ট গাইডলাইনও প্রকাশ করেছে রাজ্যের শিক্ষা দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584