নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, দিল্লির সমস্ত সরকারি স্কুলগুলি এবার থেকে আর শুধুমাত্র সিবিএসই বোর্ডের আওতাধীন থাকবে না। নয়া দিল্লি স্কুল শিক্ষা বোর্ড আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে এই বোর্ডের আওতায় আনা হবে দিল্লির সরকারি স্কুলগুলিকে।
দিল্লির প্রায় ১০০০ সরকারি স্কুলকে আনা হবে নতুন বোর্ডের আওতায়। বর্তমানে প্রত্যেকটি রয়েছে সিবিএসই-র অধীনে। ২০২০ সালে বাজেট ঘোষণার সময় উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ঘোষণা করেছিলেন, পৃথক বোর্ডের জন্য ৬২ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। শনিবার সেই ঘোষণায় সিলমোহর দিলেন কেজরিওয়াল। আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া বোর্ডের আওতায় আনা হবে সব সরকারি স্কুলগুলিকে। এপ্রিল মাস থেকে সিবিএসই-র অন্তর্ভুক্ত স্কুলগুলিতে পঠনপাঠন শুরু হবে।
আরও পড়ুনঃ সার্টিফিকেট থেকে বাদ মোদীর ছবি
এদিন কেজরি জানিয়েছেন যে, প্রথমেই একসঙ্গে সব স্কুলকে নয়া বোর্ডের আওতায় আনা হবে না। প্রথম বছরে ২০-২৫টি স্কুলকে এই বোর্ডের আওতায় আনা হবে। স্কুলগুলির প্রিন্সিপাল, শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তালিকা ঠিক করা হবে। আগামী চার-পাঁচ বছরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। বেসরকারি স্কুলগুলিও স্বেচ্ছায় এই বোর্ডের আওতায় আসতে চাইলে কোন বাধা নেই বলেই জানিয়েছেন কেজরিওয়াল। তিনি এদিন বলেন নতুন বোর্ডের প্রাথমিক লক্ষ্য হল, কট্টর দেশভক্ত এবং আদর্শবান পড়ুয়া তৈরি করা। আর ভবিষ্যতে যাতে কর্মসংস্থানের জন্য চাকরির বাজারের উপর নির্ভরশীল না থাকে পড়ুয়ারা সেটা সুনিশ্চিত করবে এই বোর্ডের শিক্ষা পদ্ধতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584