মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
ত্রিপুরা, হরিয়ানার পর এবার দিল্লি। করোনার দ্বিতীয় ঢেউ সরে যেতেই পুনরায় স্কুল-কলেজ-কোচিং খোলার সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে ১ সেপ্টেম্বর থেকে দিল্লিতে খুলছে স্কুলের দরজা। তবে এখন শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্যই খুলে যাচ্ছে স্কুল। আগামী ৮ সেপ্টেম্বর থেকে চালু হবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ক্লাস।
আজ, শুক্রবার এমনটাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এদিন তিনি আরও জানিয়েছেন, করোনাবিধি মেনে দিল্লির সব স্কুল খুলছে ঠিকই তবে অভিভাবকদের যদি অনুমতি না থাকে তাহলে পড়ুয়াদের স্কুলে আসার প্রয়োজন নেই। যে সকল পড়ুয়ার অভিভাবকরা স্কুলে যাওয়ার অনুমতি দেবেন শুধুমাত্র তাঁরাই স্কুলে যেতে পারবে এবং পঠনপাঠন করতে পারবে।
Social distancing should be strictly followed and no student will be forced to come to the school. Consent of parents will be essential for students to come. If parents don't permit then students will not be forced to come, they'll not be considered absent either: Manish Sisodia
— ANI (@ANI) August 27, 2021
মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া আরও বলেন, “দিল্লি সরকার সার্ভে করে দেখেছে যে, ৭০ শতাংশ অভিভাবকরা চাইছেন পুনরায় যাতে স্কুলগুলো খুলে দেওয়া হয়। আমরা এখনও কোভিড বিধি মেনে কাজ করে চলেছি। তাই এখন অনলাইনেও ক্লাস হবে আবার স্কুলেও পড়ানো হবে। অভিভাবকরা চাইলে পড়ুয়াদের স্কুলে পাঠাতেও পারেন আবার নাও পাঠাতে পারেন। সেক্ষেত্রে চালু থাকছে অনলাইন ক্লাস।”
আরও পড়ুনঃ কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমবে? কার্যকারিতা নিয়ে নজরদারি কেন্দ্রের
প্রসঙ্গত, করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের পর ধীরে ধীরে সব রাজ্যই স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত জানাতে শুরু করেছে। গত বুধবার থেকে ত্রিপুরায় খুলে গেছে স্কুল ও কলেজগুলি। তবে মেনে চলতে হচ্ছে যাবতীয় করোনা বিধি। ১ সেপ্টেম্বর থেকে হরিয়ানাতেও খুলে যাবে স্কুল।
আরও পড়ুনঃ সব রাজ্যের স্কুল শিক্ষকদের ৫ সেপ্টেম্বরের আগে জরুরী ভিত্তিতে টিকাকরণ, শিক্ষক দিবসের উপহার কেন্দ্রের
এবার দিল্লি সরকারও স্কুল, কলেজ খোলার সিদ্ধান্ত নিল। এরকমই কয়েকটি রাজ্য ইতিমধ্যেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে। তাই আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের আগে সব রাজ্যের স্কুল শিক্ষক-শিক্ষিকাদের জরুরী ভিত্তিতে টিকাকরণের কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584