ভিমা কোরেগাঁও কান্ডে এবার গ্ৰেফতার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যানি বাবু

0
45

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

ছবি সংগৃহীত

ভিমা কোরেগাঁও কান্ডে যুক্ত থাকার অভিযোগে এবার গ্রেপ্তার করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যানি বাবুকে। মঙ্গলবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA) উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা ৫৪ বছর বয়সী হ্যানি বাবুকে গ্রেপ্তার করে।

হ্যানি বাবু দিল্লী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। চারদিন ধরে তাঁকে টানা জেরা করার পর মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

২০১৮ সালের ১লা জানুয়ারি পুনের ভিমা কোরোগাঁওয়ে দলিতদের বিজয় দিবস অর্থাৎ ভীমা-কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্তি উপলক্ষে হওয়া একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। ওই হিংসায় এক ব্যক্তির মৃত্যু হয় এবং দশজন পুলিশ কর্মী-সহ বেশ কয়েকজন আহত হন। অভিযোগ, কিছু মানুষ গেরুয়া পতাকা নিয়ে পাথর ছুঁড়তে শুরু করলে হিংসা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পুলিশ মোট ১৬২ জনের বিরুদ্ধে ৫৮ টি মামলা দায়ের করে।

পরে গ্রেপ্তার করা হয় সুধা ভরদ্বাজ, ভারাভারা রাও, গৌতম নাভলাখা, অরুণ ফেরেরা, আনন্দ তেলতুম্বডে প্রমূখ বিদ্বজনদের।তাঁদের বিরুদ্ধে অভিযোগ পুনের ভীমা কোরেগাঁওয়ে দলিত বনাম বর্ণহিন্দুদের মধ্যে ঐদিনের সঙ্ঘর্ষে মদত দিয়েছিলেন। এমনকি তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ষড়যন্ত্রেও জড়িত!‌ মাওবাদীদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here