মহাশ্বেতা দেবীর লেখা ‘দ্রৌপদী’ সিলেবাস থেকে বাদ দেওয়ার নির্দেশ দিল্লি বিশ্ববিদ্যালয়ের

0
137

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

সিলেবাসে জাতি বিদ্বেষের অভিযোগে জর্জরিত দিল্লি বিশ্ববিদ্যালয়। স্বনামধন্য লেখিকা মহাশ্বেতা দেবী সহ বেশ কিছু লেখকের রচিত ছোট গল্প বাদ পড়লো দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সিলেবাস থেকে। বিশ্ববিদ্যালয়ের ওভারসাইট কমিটির এই সিদ্ধান্তে তুমুল অসন্তোষ গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে।

Delhi University
সৌজন্যেঃ টেলিগ্রাফ

ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫ জন সদস্য ওভারসাইট কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁদের অসন্তোষ জানিয়ে একটি নোট দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তাঁদের অভিযোগ, পঞ্চম সেমেস্টারে ইংরেজির সিলেবাসে নিজেদের খেয়াল খুশিমত কাঁচি চালিয়েছে ওভারসাইট কমিটি।

দলিত সম্প্রদায়ের দুই লেখক, বামা ও সুখরথারিনির লেখা প্রথমে সিলেবাস থেকে বাদ দেয় কমিটি,তার বদলে উঁচু জাতের লেখক রমাবাইয়ের লেখা যোগ করা হয় বলে অভিযোগ। এরপর হঠাৎ করেই কোন কারণ ছাড়া ইংরেজি বিভাগকে না জানিয়ে মহাশ্বেতা দেবীর লেখা এক আদিবাসী মহিলার গল্প ‘দ্রৌপদী’-কে সিলেবাস থেকে বাদ দেওয়ার নিদান দেয় কমিটি।

অ্যাকাডেমিক কাউন্সিলের এক সদস্য বলেন, দলিত, আদিবাসী, মহিলাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে পক্ষপাতিত্ব করে এই ওভারসাইট কমিটি।তাঁর অভিযোগ, ওভারসাইট কমিটিতে দলিত বা আদিবাসী সম্প্রদায়ের কোনও সদস্য নেই, ফলে এই বিষয়টি নিয়ে কেউ মুখও খোলে না।

আরও পড়ুনঃ ওনামের পরেই কেরালায় হুহু করে বাড়ছে সংক্রমণ! উৎসব পরবর্তী অভিঘাত, মত বিশেষজ্ঞদের

ওভারসাইট কমিটির বিরদ্ধে অভিযোগ শুধু ইংরেজি বিভাগের নয়, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিদ্যার মতো বিভাগেকেও সিলেবাস নিয়ে এই ধরণের যথেচ্ছাচার চালায় কমিটি বলেই অভিযোগ। যেমন কস্মিনকালেও ইতিহাসের সঙ্গে সম্পর্ক নেই, এমন অনেক কিছুকে ইতিহাসের সিলেবাসের মধ্যে রাখতে নির্দেশ দিয়েছে এই ওভারসাইট কমিটি, এমনটাই অভিযোগ।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের কলোজ়িয়ামের পাঠানো তালিকাতেই সায় কেন্দ্রের, প্রথম মহিলা প্রধান বিচারপতি পাবে দেশ

অন্যদিকে, ওভারসাইট কমিটির চেয়ারম্যান এমকে পণ্ডিত কমিটির বিরুদ্ধে আনা সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, একটা গল্প দীর্ঘদিন ধরে সিলেবাসে পড়ানো হচ্ছে তাই পরিবর্তন করার কথা বলা হয়েছে। লেখকদের জাত সম্পর্কে তিনি কিছু জানেন না এবং তিনি জাতিভেদে বিশ্বাসী নন এমনটাই বললেন ওভারসাইট কমিটির চেয়ারম্যান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here