পিয়ালী দাস, বীরভূমঃ
বুধবার সাঁইথিয়া শহরে প্রায় দেড়শ জন যুবক সাঁইথিয়া স্টেশন লাগোয়া রেলসেতু সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল।
হাতে নানা ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে সাঁইথিয়া শহর প্রদক্ষিণ করে এই যুবকরা। রেল কর্তৃপক্ষকে রেল সেতু সংস্কারের দাবি নিয়ে স্মারকলিপি জমা দেয় শহরের নবীনেরা। চলতি বছরের জানুয়ারি মাসে রেল সম্প্রসারণের দাবিতে রেল কর্তৃপক্ষের কাছে সাঁইথিয়া নাগরিক মঞ্চ থেকে আবেদন জানানো হয়। কিন্তু দীর্ঘ ছয় মাস পেরিয়ে যাবার পরেও রেল ব্রিজ সম্প্রসারণের কাজ একটুও না হওয়ায় ক্ষোভের সৃষ্টি হয় সাঁইথিয়া বাসীর মধ্যে।
আরও পড়ুনঃ বাঁধ নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ, অবরোধ
শহরবাসীর দাবি,দীর্ঘ কুড়ি বছর ধরে রেল সম্প্রসারণ হবে হচ্ছে বলে যে টালবাহানা রেল কর্তৃপক্ষ করে যাচ্ছে তা আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। মানুষের ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। আগামী দিন কয়েকের মধ্যে যদি রেল ব্রিজ সম্প্রসারণের কাজ শুরু না হয় তাহলে নাগরিক মঞ্চ থেকে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584