নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
নেতাজীর জন্ম-জয়ন্তীতে ফের আলিপুরদুয়ার শহরের কলেজ হল্ট এলাকায় টেলিফোন একচেঞ্জ অফিসের পাশে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তির সামনে গান স্যালুট দেওয়ার দাবি উঠেছে । ইতিমধ্যেই এই দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে আলিপুরদুয়ার নেতাজী সুভাষ জন্মশতবর্ষ কমিটি।
এবার ২৩ জানুয়ারী নেতাজী মূর্তিতে গান স্যালুটের জন্য জেলার পুলিশ সুপার ও আলিপুরদুয়ার থানায় ইতিমধ্যেই দাবি জানিয়েছে নেতাজী সুভাষ জন্মশতবর্ষ কমিটি।আলিপুরদুয়ার নেতাজী সুভাষ জন্মশতবর্ষ কমিটির দাবি, কলেজ হল্ট এলাকায় টেলিফোন একচেঞ্জ অফিসের পাশে কলেজ রোডে নেতাজীর এই ব্রোঞ্জের মূর্তি বসানো হয়েছিল ১৯৯৮ সালে ।
তখন থেকে প্রতি বছর ২৩ জানুয়ারি নেতাজী জন্মজয়ন্তীতে সেই মূর্তির সামনে গান স্যালুট দেওয়ার প্রথা চলে আসছিল। কিন্তু গত পাঁচ বছর ধরে এই গান স্যালুট আর দেওয়া হয় না।বললেন বর্তমানে আলিপুরদুয়ার নেতাজী সুভাষ জন্মশতবর্ষ কমিটির সভাপতি বনবিহারী দত্ত। কমিটির আহ্বায়ক প্রবীণ প্রাক্তন আরএসপি বিধায়ক নির্মল দাস বলেন, “তৃণমূল সরকার আসার পর গত পাঁচ বছর ধরে নেতাজী মূর্তিতে এই গান স্যালুট দেওয়া স্থগিত রাখা হয়েছে। আমরা মনে করি এটা নেতাজী সুভাষ চন্দ্র বসুর মতো মহান দেশপ্রেমিকের প্রতি অসম্মান।”
আরও পড়ুনঃ দিনহাটায় মনীষীদের মূর্তি পরিষ্কার কর্মসূচি বিজেপি যুব নেতৃত্বদের
ক্ষুব্ধ নির্মলবাবু বলেন, “আসন্ন ২৩ জানুয়ারি ফের নেতাজী মূর্তিতে গান স্যালুট দেওয়া চালু করতে আমরা কমিটির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কমিটির তরফে গান স্যালুটের দাবি জানানো হয়েছে জেলা পুলিশের কাছে।”
জেলার পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, “টেলিফোন একচেঞ্জ অফিসের পাশে যেখানে নেতাজির মূর্তি আছে সেখানে প্রচুর গাছপালা আছে। পাশে রাস্তায় প্রচুর মানুষেরও যাতায়াত আছে। ফলে সেখানে গান স্যালুট দেওয়া অসুবিধা আছে। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584