নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ
প্রথম শ্রেণী থেকে পাশ চালুর দাবীতে আজ দুপুর একটার সময় এস ইউ সি আই(সি) রাজভবন অবরোধ করে।এই অবরোধ রুখতে পুলিশ ব্যাপক লাঠি চার্জ করে।পুলিশের লাঠির ঘায়ে মোট একশো সতেরো জন আহত হয় বলে এক প্রেস বিবৃতিতে দলের তরফ থেকে দাবী করা হয়েছে।
তার মধ্যে গুরুতর আহত আঠারো জন এবং তিনজনের অবস্থা আশঙ্কাজনক।একশো চৌষট্টি জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে এস ইউ সি আই(সি)’র পক্ষ থেকে আগামীকাল সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে,গতকাল শিক্ষার অধিকার আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে লোকসভায় বিল পাশ হয় ,বিলটি রাজ্যসভায় পাশ হলেই পঞ্চম ও অষ্টমশ্রেণীতে পাশ ফেল প্রথা চালু হওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের হাতে চলে যাবে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584