প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক স্বপন চক্রবর্তী

0
104

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপক স্বপন চক্রবর্তী। শনিবার বিকেল ৪.৫২ মিনিটে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অধ্যাপক স্বপন চক্রবর্তী। তার পর থেকেই ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বেশ কয়েক দিন তাঁর চিকিৎসাও চলে। আজ শনিবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অধ্যাপক চক্রবর্তী।

অধাপক স্বপন চক্রবর্তী অধ্যাপনা সূত্রে যুক্ত ছিলেন তৎকালীন প্রেসিডেন্সি কলেজে। বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও পরবর্তীতে যুক্ত ছিলেন তিনি। পড়িয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ছিলেন জাতীয় গ্রন্থাগারের ডিরেক্টর জেনারেল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্পাদক ও কিউরেটর পদেও কাজ করেছেন। কয়েক দিন আগে সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস-এর চেয়ারপার্সন পদে নিযুক্ত হন তিনি। আমৃত্যু সেই পদে কাজ করছিলেন। তাঁর প্রয়াণে শিক্ষক থেকে পড়ুয়া-গবেষক মহল শোকস্তব্ধ।

তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক বার্তায় তিনি লিখেছেন, ‘তাঁর মৃত্যুতে শিক্ষা জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি স্বপনকুমার চক্রবর্তীর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here