ওয়েবডেস্কঃ-
কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্র্যান ডাই কুয়াং শুক্রবার দীর্ঘ অসুস্থতার পর রাজধানী হেনয়ের এক হাসপাতালে ৬১ বছর বয়সে মৃত্যুবরণ করেন বলে রয়টার্স সূত্রে জানা গেছে।
আভ্যন্তরীন সুরক্ষার এই প্রাক্তন প্রধানের পরবর্তীতে কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের হাইপ্রোফাইল নেতা হিসেবে উত্থান ইতিমধ্যে ইতিহাস। ভিয়েতনামে কোন সর্বোচ্চ শাসক নেই।দেশটি অফিসিয়ালি পরিচালিত হয় চারটি স্তম্ভের দ্বারা- প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কমিউনিস্ট পার্টির প্রধান ও জাতীয় পরিষদের প্রধান।দেশটির প্রেসিডেন্ট সাধারণত আনুষ্ঠানিক ভূমিকা পালন করলেও শক্তিশালী সিদ্ধান্ত নেওয়ার পলিটব্যুরোতে যোগদান করতে পারেন।
তিনি ২০১৬ সালের এপ্রিল মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং জেনারেল সেক্রেটারি গুয়েন ফুঁ ট্রং’এর পরেই দ্বিতীয় শক্তিশালী নাগরিক হিসেবে উঠে আসেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584