সোস্যাল মিডিয়ায় – #bleed_without_FEAR
#bleed_without_TAX- নামে ছড়িয়ে পড়ছে আন্দোলন।

দেশ জুড়ে আগেই শুরু হয়েছে। এবার সেই আন্দোলন পশ্চিমবঙ্গেও।গত শনিবার অর্থমন্ত্রী অরুণ জেটলির ঠিকানায় এবার স্যানিটারি প্যাড পাঠালো এস.এফ.আই. ফারাক্কা জোনাল কমিটির ছাত্রছাত্রীরাও। স্যানিটারে প্যাডে লেখা –‘ স্যানিটারি প্যাডের উপর থেকে জি এস টি প্রত্যাহার করতে হবে’, ‘ স্কুল কলেজে ছাত্রিদের জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের ব্যবস্থা করতে হবে’ প্রভৃতি দাবী। বি. পি.এল.তালিকাভুক্ত ছাত্রীদের জন্য নূন্যতম এক টাকায় ছয় প্যাকেট স্যানিটারি ন্যাপকিন সরবরাহে দাবী ও লিখে পাঠানো হয় এদিন।

ভারতের ছাত্র ফেডারেশন ফারাক্কা জোনাল কমিটির সম্পাদক রাহুল, সভাপতি শুভ্রনীল মিশ্র জানান জেন্ডার সেনসিটিভ ক্যাম্পাস গড়ে তোলার জন্য স্কুল কলেজে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রয়োজন। নারীদের প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিনকে “লাক্সারি আইটেম” হিসেবে দেখানোর বিরুদ্ধে প্রতিবাদ জানান ছাত্রছাত্রীরা। আজ সকালে ডাকযোগে তারা খামের মধ্যে স্যানিটারি ন্যাপকিন পাঠয়েছেন অর্থমন্ত্রীর ঠিকানায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584