নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সিএএ, এনআরসি-র বিরুদ্ধে আজ সন্ধ্যেবেলা পার্ক সার্কাস ময়দানে প্রায় ৪০,০০০ বিক্ষোভকারীদের জমায়েত হয়েছিল। সূত্রের খবর, গত সাতদিন ধরে এইখানে টানা বিক্ষোভ চালাচ্ছেন বিক্ষোভকারীরা।
গতকাল শাহীনবাগে প্রায় ৬০,০০০ জনতার ভিড় হয়েছিল। মূলত পুরুষদের তরফ থেকে এই বিক্ষোভ ছিল কাল। আজ শুধুমাত্র মহিলাদের তরফ থেকে এই জমায়েত হয়। তবে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে এবং পুরুষ মহিলা শিশু সব মিলিয়ে সংখ্যা দাঁড়ায় ৪০,০০০।
শিশুদের তরফ থেকেও গোলাপ ফুল-সহ সিএএ ও এন আরসি বিরোধী স্লোগান -প্ল্যাকার্ড দেখা যায়।
স্থানীয় বাসিন্দা সেখ সাবিরের কথায়, বর্তমান সরকার দেশে যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন তার ফলেই এই অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই তাদের এই বিক্ষোভ। দেশটাকে নিয়ে কার্যত ব্যবসা শুরু করেছে মোদি সরকার এবং দেশের জনগণের মধ্যে হিন্দু মুসলামান দাঙ্গা সৃষ্টি করতে চাইছেন।
তবে বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই জানিয়েছেন প্রশাসনের থেকে সম্পূর্ণ সাহায্য তারা পাননি। ঠান্ডায় মায়েরা, বাচ্চারা কষ্ট পাচ্ছেন, তাও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পার্ক সার্কাস ময়দান চত্বরে অনেক জায়গাতেই লাইট লাগাতে দেওয়া হয়নি। ঝান্ডা লাগাতে দেওয়া হয়নি।
গতকাল পার্ক সার্কাস ময়দানে এসেছিলেন যোগেন্দ্র যাদব। আজ সকালেও ছিলেন তিনি। প্রথমে লক্ষ্য ছিল যেদিন সুপ্রিম কোর্টের রায় বেরোবে অর্থাৎ ২২ জানুয়ারি অবধি এই আন্দোলন চলবে। কিন্তু এখন তারা দৃঢ় প্রতিজ্ঞ যতদিন না ইনসাফ মিলবে ততদিন এই আন্দোলন চালিয়ে যাবেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584