নিজস্ব সংবাদদাতা,কলকাতা:-
আফরাজুলের নির্মম হত্যার বিচার এবং পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে গিয়ে কাজ করা পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবীতে আজ আহ্বান জানানো হয়েছিল নাগরিক প্রতিবাদের। বেলা ২.৩০ নাগাদ শতাধিক ছাত্র-যুব সহ বিভিন্ন অংশের মানুষ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে ধর্মতলার রানি রাসমণি রোডে যান। ৬ সদস্যের একটি প্রতিনিধিদল রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেন। প্রতিনিধিদলে ছিলেন রতন বসু মজুমদার, সুদীপ্ত সেন, বিপ্লব ভট্টাচার্য, শুভনীল চৌধুরী, অরুণ ভট্টাচার্য এবং দেবর্ষি চক্রবর্তী।
স্মারকলিপিতে দাবী জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফরাজুলের হত্যা নিয়ে চুপ না থেকে যেন অবিলম্বে তার নিন্দা করেন এবং এই ধরণের সাম্প্রদায়িক ঘৃণা-হিংসা রোধে কার্যকরী ব্যবস্থা নেন। ভিন রাজ্যে কর্মরত বাংলার শ্রমিকদের সুরক্ষা দেওয়া এবং পরিযায়ী শ্রমিকদের অধিকার রক্ষার্থে আইন প্রণয়ন করার দাবীও জানানো হয়। খুনি শম্ভুলালের সমর্থনে যেভাবে গৈরিক বাহিনী সোশ্যাল মিডিয়াতে প্রচার চালাচ্ছে তাকেও ধিক্কার জানানো হয়।
রাজ্যপালকে দেওয়া স্মারকলিপিতে সই করেছেন অর্থনীতিবিদ অচিন চক্রবর্তী, অমিত ভাদুরি, প্রভাত পট্টনায়েক, চিত্রনির্মাতা অর্জুন গৌরিসারিয়া, অভিনেতা বিপ্লব ব্যানার্জি, সাংবাদিক গৌরি চট্টপাধ্যায়, রামমনোহর রেড্ডি, সমাজবিজ্ঞানী প্রশান্ত রায়, পরেশ চট্টপাধ্যায় সহ আরও অনেকেই।
মিছিলের শেষে ধর্মতলায় একটি পথসভা হয়। বক্তারা বলেন যে আফরাজুলের হত্যার মতন ঘটনা ঘটতে থাকলে কেন্দ্রের সরকার এবং সঙ্ঘ পরিবারকে আরও বড় প্রতিরোধের সম্মুখীন হতে হবে। উপস্থিত ছাত্রদের পক্ষ থেকে সমরেশ বসুর গল্প অবলম্বনে “আদাব” পথনাটকটি অভিনীত হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584