নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শালবনি থানার ওসি সিমেন্ট কারখানার এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ।
মৃতদেহ নিয়ে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাল মৃত শ্রমিকের পরিবার পরিজন।
পরিবার সূত্রে জানা গেছে, বিহারি মূর্মু নামে এক শ্রমিক কর্মরত অবস্থায় ছিল এই কারখানায়, আরো জানা যায় ওই ব্যক্তির বাড়ি শালবনি থানার অন্তর্গত চুয়াশোল গ্রামে। আরও জানা যায় সে কর্মরত অবস্থায় হঠাৎই তার মাথায় ভারী কাঠ পড়ে যায়, এরপর অন্য শ্রমিকের তৎপরতায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিয়ে যাওয়া হয় এরপর গভীর রাতে মৃত্যু হয় তার। এরপর ময়নাতদন্তের পরে তার পরিবার-পরিজন ওই শ্রমিকের মৃতদেহ নিয়েছে কারখানার গেটের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকে।
পরিবার-পরিজনের দাবি অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে পরিবারকে শুধু তাই নয় পরিবারের একজন সদস্যকে কারখানায় কাজে যুক্ত করতে হবে। এই বিক্ষোভে সামিল হয় অন্য সব শ্রমিক, এই কারখানার অন্য সব শ্রমিকের দাবি তাদের নিরাপত্তা দিতে হবে।
আরও পড়ুনঃনকশালবাড়িতে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার
অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় শালবনি থানার পুলিশ, এরপর কারখানার কর্তৃপক্ষের সাথে এবং মৃত শ্রমিকের পরিবার পরিজনের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করে। অবশেষে কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেটানো আশ্বাস দিলে পরিবার-পরিজন ওই মৃত শ্রমিককে শালবনির ভবনের নিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584