নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
সমগ্র রাজ্যে কাটমানি ইস্যুতে একের পর এক নাম জড়াচ্ছে তৃণমূল নেতাদের, এতে অনেকটাই অস্বস্তির মধ্যে তৃণমূল সরকার। সেই লক্ষ্যেই কলকাতার ধর্মতলা শহীদ মঞ্চ থেকে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে ব্ল্যাক মানির অভিযোগ তোলেন। সেই মতো গোটা রাজ্যে ব্ল্যাকমানি ফিরিয়ে দেওয়ার নামে তৃণমূল রাজ্যে বিভিন্ন জেলায় একের পর এক প্রতিবাদ মিছিল করছে শাসক দল।
অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেউলিয়া বাজারের ঘটনা, স্থানীয় সূত্রে জানা গিয়েছে পেশায় ঠিকাদার গোবিন্দ বেরা স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এলাকার যুবক যুবতীর কাছ থেকে প্রাইমারি ও সরকারী বিভিন্ন চাকরি দেওয়ার নামে করে প্রায় চার কোটি টাকা তুলেছে। চাকরি না দেওয়াতে প্রতারিত যুবক-যুবতীরা টাকা চাইলে কোন সদুত্তর দিতে পারে না গোবিন্দ বাবু।
আরও পড়ুনঃ কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ফাঁস করার অভিযোগে গ্রেফতার ৩
আজ সকালে কোলাঘাট দেউলিয়া বাজারে গোবিন্দ গোবিন্দ বাবুকে আটকে রেখে বিক্ষোভ দেখায় প্রতারিতরা।
পরে কোলাঘাট থানা পুলিশ এসে গোবিন্দ বাবু কে উদ্ধার করে নিয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584