নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

এনআরএস হাসপাতালে জুনিয়ার চিকিৎসককে মারধোর করার প্রতিবাদে মালদহ মেডিকেলে বিক্ষোভ দেখাল জুনিয়ার চিকিৎসকেরা।পাশাপাশি এদিন মালদহ মেডিকেলে নিরাপত্তার দাবীতে অনিদিষ্ট কালের জন্য বিক্ষোভে সামিল হন।
জুনিয়ার চিকিৎসকদের বিক্ষোভের জন্য কিছুটা ব্যাঘাত ঘটে চিকিৎসা পরিষেবার।মেডিকেল কতৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে আশ্বাস দিলেও বিক্ষোভ চালিয়ে যায়। তাঁদের দাবী এদিন থেকেই তাঁদের পুলিশি নিরাপত্তা দিতে হবে।

সোমবার রাতে কলকাতার এনআরএস হাসপাতালে এক জুনিয়ার চিকিৎসককে মারধোর করার অভিযোগ ওঠে রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে ও মালদহ মেডিকেলে চিকিৎসকদের নিরাপত্তার দাবীতে মঙ্গলবার দুপুর থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ আন্দোলনে বসেন সমস্ত জুনিয়ার চিকিৎসকেরা। প্রায় এক ঘন্টা বিক্ষোভ চলার পর মেডিকেলে জরুরি বিভাগের সামনে ছুটে আসেন এমএসভিপি সহ অনান্য কর্তা আধিকারিকেরা।
জুনিয়ার,চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিরাপত্তার আশ্বাস দেন।
আরও পড়ুনঃ এনআরএসের প্রতিবাদে বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে
কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ,এর আগেও নিরাপত্তার দাবীতে একাধিকবার বিক্ষোভ আন্দোলন করা হয়েছে। আশ্বাস দিলেও সমস্যার সমাধান হয়নি।তাই এদিন যতক্ষন না পুলিশ নিরাপত্তার দায়িত্ব নেবে তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584