নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বেতন বৃদ্ধি,কর্মীদের উপর মানসিক অত্যাচার-জুলুমবাজি বন্ধ, কাজের চাপ কমানো, ক্যান্টিন,বোনাস পিএফ চালু সহ প্রায় ২০ দফা দাবির ভিত্তিতে প্রায় পাঁচ ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ চালাল নারায়ণগড়ে অবস্থিত এক বেসরকারি প্লাস্টিক কারখানার শ্রমিকরা।
পরে পুলিশের হস্তক্ষেপে অবস্থান উঠে যায়।ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের।
প্রসঙ্গত নারায়ণগড়ে অবস্থিত এক বেসরকারি প্লাস্টিক কারখানায় দীর্ঘদিন ধরে চাকরির নাম করে কাটমানি নিয়েছিল ব্লক তৃণমূল সভাপতি সহ তৃণমূল নেতৃত্ব রঞ্জিত বোস।পরে নানা অছিলায় কোম্পানির মধ্যে তাদের বেতন কম দিয়ে মানসিক অত্যাচার চালাতো।বেশ কয়েকবার আন্দোলনও করে শ্রমিকরা।তবে তাদের দাবি মানা হত না।শ্রমিকদের নেই কোন সুরক্ষা,তাই আজ সন্ধ্যা থেকে প্রায় কুড়িটি দাবি নিয়ে গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকে তারা।
ঘটনাস্থলে আসে নারায়ণগড় থানার বিশাল পুলিশবাহিনী।ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল ব্লক সভাপতি মিহির চন্দ,তাকে ঘিরে বিক্ষোভ দেখায় শ্রমিকরা।পরে পিছু হঠতে বাধ্য হয়।
জানা গিয়েছে,গত সোমবার শ্রমিকদের দাবি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয় খড়্গপুরে।সেখানে শ্রমিক প্রতিনিধি গেলে তাদের কমিটির মনোপুতঃ খসড়াতে সই করতে বলা হয়।সেটা না মেনে ফিরে এলে গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে।
আরও পড়ুনঃ বিয়ের রেজিস্ট্রি শংসাপত্র হাতে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণায় যুবতী
তবে এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি কারাখানা কর্তৃপক্ষের।তবে দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ও পথ অবরোধের ডাক শ্রমিকদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584