নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সময়ের চুক্তিভিত্তিক শিক্ষক, আংশিক সময়ের শিক্ষক, অতিথি শিক্ষকদের বেতনকাঠামো এবং স্থায়ীকরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার বিরোধিতা করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রিসার্চ স্কলার অ্যাসোসিয়েশন (ভুরসা)।

বুধবার তারা একগুচ্ছ দাবি সমেত বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান।
ভুরসা’র সম্পাদক গৌতম বর্মন জানান যে, সকল নেট অনুত্তীর্ণ এমন শিক্ষকদের স্থায়ীকরণ করার কথা বলা হয়েছে তাদের যোগ্যতার মানই বা কি ? তাহলে নেট সেট পিএইচডি পাশ করে আমরা বর্তমানের গবেষকরা কি বেকার হয়ে পড়বো?”

আরও পড়ুনঃ দিনহাটা কলেজে সাংবাদিক হেনস্থা, প্রতিবাদে ধর্না সাংবাদিকদের
পরে তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি নীরব প্রতিবাদ মিছিলও করেন ।যদিও এদিন এর ভুরসার বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অশান্তি তৈরি হয়নি বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584