মদের দোকান খোলার বিরুদ্ধে অবরোধ স্থানীয়দের

0
72

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

demonstration of residents against open alcohol shop | newsfront.co
অবরোধ।নিজস্ব চিত্র

মদের দোকান খোলাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শামুকতলাতে। বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে আলিপুরদুয়ার জেলার শামুকতলা বাসস্ট্যান্ড ও সদ্য লাইসেন্স পাওয়া ভাটিখানার সামনে দুই ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন।

এলাকার প্রমীলা বাহিনী ভাটিখানার সামনের সাইনবোর্ডে কালি ও গোবর গোলা মেখে দেন।

Anima Roychowdhury | newsfront.co
অনিমা রায়চৌধুরী, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

এলাকার প্রমীলা বাহিনীর নেত্রী অনিমা রায় চৌধুরী, রীতা শর্মা বলেন শামুকতলা এলাকাতে একটি ভাটিখানা আছে। এরপর পাঁচশ মিটার এর মধ্যে কি করে আর একটি মদের লাইসেন্স কি করে দিল তা নিয়ে আমাদের বিস্তর প্রশ্ন রয়েছে। শামুকতলা এলাকাতে নুতন করে আর কোন মদের ভাটিখানা হতে দেব না। যে ভাবেই হোক এই ভাটিখানা আমরা বন্ধ করবোই।

আরও পড়ুনঃ প্রীতিভোজ ফিরতি পথে দুর্ঘটনার কবলে বাস

Ratul Biswas | newsfront.co
রাতুল বিশ্বাস, মানবিক মুখ সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। নিজস্ব চিত্র

অনিমা দেবী আরও বলেন, আগামী কাল শুক্রবার ভাটিখানার আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। আগামী কাল সকাল থেকেই আমাদের প্রমীলা বাহিনী ভাটিখানার সামনে অবস্থান বিক্ষোভ করবে। এদিন এই আন্দোলনে সামিল হয়েছেন আলিপুরদুয়ার মানবিক মুখ সংগঠনের সদস‍্যরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here