পরীক্ষায় অকৃতকার্য, কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের

0
67

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জ বিএড কলেজে আট ছাত্রছাত্রী অকৃতকার্য হওয়ার প্রতিবাদে কলেজের মূল প্রবেশ পথে তালা লাগিয়ে অবস্থানে বসেছে আট অকৃতকার্য ছাত্রছাত্রী।

demonstration of students in front of college | newsfront.co
অবস্থান। নিজস্ব চিত্র

কলেজেই আটকে পড়েছে কলেজের অধ্যাপক থেকে শুরু কলেজ কর্মীরা। খবর পেয়ে কলেজে পৌঁছেছে রায়গঞ্জ কর্নজোড়া ফাড়ির বিশাল পুলিশ বাহিনী। সমস্যা সমাধানে পুলিশ কলেজের অধ্যক্ষ চৈতন্য মন্ডলের সংগে আলোচনায় বসেছেন।

ছাত্রছাত্রীদদের সমস্যা না মেটানো পর্যন্ত তারা গেটের সামনে আন্দোলন চালিয়ে যাবেন।

Shilpa Maitra | newsfront.co
শিল্পা মৈত্র, আন্দোলনকারী ছাত্রী। নিজস্ব চিত্র

রায়গঞ্জ বিএড কলেজে গত ১৩ সেপ্টম্বর ২০১৯ চূড়ান্ত পর্যায়ে ফল প্রকাশিত হয়েছে।এই ফলাফলে আট ছাত্রছাত্রী ইনটারনাল পরীক্ষায় অকৃতকার্য হন। বিষয়টি নিয়ে অধ্যক্ষের কাছে গেলে অধ্যক্ষ তাদের বিষয়টি উচ্চর্পর্যায়ে হস্তক্ষেপের আশ্বাস দিয়েছিলেন। আজ পর্যন্ত তাদের ফল পরিবর্তন হয় নি।

আরও পড়ুনঃ নিয়োগ দূর্নীতির অভিযোগে কোচবিহার মেডিকেল কলেজে বিক্ষোভ

অভিযোগ অধ্যক্ষ আজ তাদের হাতে তথ্য জানার অধিকারের ফর্ম তুলে দেন।এতেই উত্তেজিত হয়ে ওঠেন অকৃতকার্য হওয়া আট ছাত্রছাত্রী তারা বিষয়টি পূর্নবিবেচনার দাবিতে কলেজ গেটে তালা খুলিয়ে অবস্থানে বসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here