নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রসায়ন দ্বিতীয় বর্ষের পরীক্ষায় পাঠক্রম বর্হিভূত প্রশ্ন হওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করলো দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীরা।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, সম্প্রতি তারা দ্বিতীয় বর্ষের রসায়ন পরীক্ষায় বসেছিল কিন্তু এই পরীক্ষাতে ৫০ শতাংশের উপর প্রশ্নপত্র পাঠক্রম বহির্ভূত হয়েছে।
প্রশ্নপত্র পাঠক্রম বহির্ভূত হওয়ার কারণে,ঐ পরীক্ষায় তারা উত্তীর্ণের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন নম্বরও তারা পাবে না।এই পরীক্ষাতে দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের উত্তীর্ণ করতে হবে এই দাবি তারা বিশ্ববিদ্যালয়ের কাছে জানায়।
গত শুক্রবার দিনেও তারা আবেদন করেছিল কিন্তু সেদিনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্ণপাত করেনি বলে অভিযোগ।আজ তাদের পক্ষ থেকে তাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে ঘেরাও কর্মসূচি করা হয়।
আরও পড়ুনঃ তমলুকে বিজেপির ধর্ণা
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে,তাদের প্রতিনিধিদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এই বিষয়ে কথোপকথন হয়েছে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠক্রম বর্হিভূত প্রশ্নপত্রের অভিযোগ মানতে নারাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584