পিয়ালী দাস, বীরভূমঃ
বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মাত্রারিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীর সাধারণ ছাত্রছাত্রীরা আজ তাদের আন্দোলন আরও জোরদার করে রাজপথে নামল।
আজ সকাল দশটা নাগাদ সেন্ট্রাল অফিসে এবিষয়ে ডেপুটেশন দেওয়ার কথা ছিল। যদিও সাধারণ ছাত্র ছাত্রীদের বাধা দেওয়ার অভিযোগ উঠলো বিশ্বভারতী নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। তারপরই তারা অভিনব পদ্ধতিতে রাস্তায় নেমে গানের মাধ্যমে মিছিল করে প্রতিবাদ সভা শুরু করেছে।
আন্দোলনের সূত্রপাত গত ১৪ই মে।বিশ্বভারতীতে ভর্তির জন্য গত ৮ই মে’র দেওয়া নোটিশ অনুযায়ী ফি বৃদ্ধি হয়েছে মাত্রাতিরিক্ত, পড়ুয়াদের অভিযোগ এমনটাই।তার প্রতিবাদে ১৪ তারিখ আন্দোলনে নামে বিশ্বভারতীর পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, বিশ্বভারতী কর্তৃপক্ষ বিদেশি পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে এবার দশ গুণ ফি বৃদ্ধি করেছে।এছাড়া,অন্যান্য পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রেও কয়েক গুণ ফি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ।হঠাৎ করে এত ভর্তির ফি বৃদ্ধি কেন!
বিশ্বভারতীতে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে ১০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২০০০ টাকা। স্নাতকোত্তর স্তরে ১৫০০ টাকা ফি বাড়িয়ে করা হয়েছে ৩০০০ টাকা। এছাড়া সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির বিদেশি পড়ুয়াদের ভর্তির ফি করা হয়েছে ৫০০০ টাকা।অন্যান্য বিদেশি পড়ুয়াদের ভর্তি ফি দশ গুণ বাড়িয়ে ১০০০০ টাকা করা হয়েছে। হঠাৎ করে অত্যাধিক এই ফি বৃদ্ধির প্রতিবাদেই পথে বিশ্বভারতীর পড়ুয়ারা।
আরও পড়ুনঃ চাকরির নাম করে প্রতারণা,গ্রেফতার ভুয়ো সংস্থার দুই কর্ণধার
গত ১৪ তারিখের আন্দোলনের পর আজ ফের পড়ুয়ারা ডেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্যে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে গেলে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে অভিনব আন্দোলনে নামে।পড়ুয়াদের তরফে এও জানানো হয়, মেধা বিক্রির এই প্রক্রিয়া বন্ধ না হলে আগামী দিনে আমাদের তৈরি ঐক্যমঞ্চের মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে আন্দলনের পরবর্তী রূপরেখা তৈরি হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584