আনিসুর রহমান, কোলকাতা:-
মুখ্যমন্ত্রী যখন ঘোষনা করছেন ৮১ লাখের চাকরি হয়ে গেছে তখন কলকাতার রাজপথে হবু শিক্ষকরা বিক্ষোভে রাজপথে।দীর্ঘদিন ধরে ঝুলে আছে তাদের নিয়োগ প্রক্রিয়া।ফল প্রকাশের পর তিন বছর অতিক্রান্ত হলেও মেধাতালিকা ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে উঠতে পারেনি সরকার,তাই আজ তারা রাজপথে।
দাবি উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ।

এই দাবিতে শিক্ষিত বেকারদের কন্ঠধ্বনি আছড়ে পড়ল কলকাতায়।শুধু আছড়ে পড়ায়ই নয় সেই আন্দোলন সন্ধ্যা পেরিয়ে রাত্রি অবধি গড়িয়েছে।এখনও আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ চলেছে ও তারা দৃঢ়প্রতিজ্ঞ আগামীকালও এই আন্দোলন চালাবেন।

দুপুর১২টা নাগাদ সল্টলেকের ময়ূখ ভবনের সন্নিকটে বিধানরায় মূর্তির পাদদেশে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকুরীপ্রার্থীরা জমা হন।সেখান থেকে মিছিল করে তারা এগিয়ে যান এস এস সি অফিসের দিকে এবং সেখানেই বিক্ষোভ অবস্থান শুরু হয়।পরে এক প্রতিনিধি দল এস এস সি অফিসে যান চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের দাবি দাওয়ার প্রতিশ্রুতি আদায় করতে।কিন্তু চেয়ারম্যান অনুপস্থিতিতে এক আধিকারিক দেখা করেন ও নিয়োগের ব্যপারে কোন প্রতিশ্রুতি দিতে পারেননি বলে জানান এই আন্দোলনের অন্যতম কর্মকর্তা আরিফ মন্ডল ,রাজা নন্দী প্রমূখ।
কিছুক্ষণ আগে রাত্রি আটটার সময় আন্দোলনকারীরা নিউজফ্রন্টের প্রতিনিধিকে জানান যে রাত্রেও তারা অবস্থান বিক্ষোভ চালাবেন এবং আগামীকালও এই কর্মসূচি চলবে যতক্ষণ না কমিশন আপ টু ডেট ভ্যাকান্সিতে অন স্পট মেরিট লিস্ট সহ অন্যান্য দাবি মেনে নিচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584