নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
আজ পশ্চিম মেদিনীপুরে মোহনানন্দ বিদ্যাপীঠের ট্রেনিং-এর সময় ভোট কর্মীরা কেন্দ্রীয় বাহিনী সহ সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে বিক্ষোভে ফেটে পরলো।এদিন দীর্ঘক্ষণ ট্রেনিং বন্ধ থাকে।উত্তাল পরিবেশ সামাল দিতে ছুটে আসেন ঊর্ধ্বতন আধিকারিকরা।
এ ডি এম,এস ডি ও সহ বিভিন্ন স্তরের কর্তা ব্যক্তিরা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের বিক্ষোভকারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার জন্য আবেদন জানান।তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি।শেষ পর্যন্ত ঐক্য মঞ্চের প্রতিনিধি দলের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের এডিএম, সদর সাব ডিভিশনের এসডিও সহ অন্যান্য আধিকারিকরা আলোচনায় বসেন।ঐক্য মঞ্চের প্রতিনিধি দলে ছিলেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক কিংকর অধিকারী জেলা শাখার সক্রিয় প্রতিনিধি অংকন ভৌমিক, তুষার কান্তি শীট,তপন সামন্ত,শ্রীমন্ত কর,শুভজিৎ রায় প্রমুখ। ঐক্য মঞ্চের পক্ষ থেকে পরিষ্কার দাবি রাখা হয় যে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।দীর্ঘক্ষণ আলোচনার পর পশ্চিম মেদিনীপুরের এ ডি এম প্রতিনিধিদের জানান “আমরা অন রেকর্ড প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের দাবি গুলি সংগত কিন্তু আমাদের হাতে সমস্ত ক্ষমতা নেই।আমরাও চাই প্রকৃত নিরাপত্তার মাধ্যমে নির্বাচন হোক।আপনাদের লিখিত বক্তব্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে রাখবো বলে কথা দিলাম।” এর প্রত্যুত্তরে কিংকর অধিকারী বলেন, “আমরা যদি এর সুনিশ্চিত প্রতিশ্রুতি না পাই তাহলে ডিসি তে পৌঁছে আমাদের দায়িত্ব বয়কট করব।তখন যদি নির্বাচনকে ঘিরে অচলাবস্থার সৃষ্টি হয় তার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন।আমাদের আবেদন এমন পরিস্থিতির যাতে উদ্ভব না হয় তার জন্য আগাম ব্যবস্থা নিক নির্বাচন কমিশন।” তিনি আরও বলেন, “সোমবার ৮ ই এপ্রিল বেলা ১২ টার সময় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ঐক্য মঞ্চের ডাকে এই দাবীতে বিশাল প্রতিবাদ মিছিল সংঘটিত হবে। মিছিলের পর আমরা নির্বাচন কমিশনের কাছে পুনরায় ডেপুটেশন দেব। সেখানে যদি আমরা সুনিশ্চিত কোন প্রতিশ্রুতি না পাই তাহলে সারা পশ্চিমবঙ্গে যে আন্দোলন গড়ে উঠেছে তা আরো তীব্র আকার ধারণ করবে।”
শিক্ষক অংকন ভৌমিক এবং তুষার কান্তি সিট বলেন, “শুধু স্পর্শকাতর’ বুথ নয়, বহু বুথ রয়েছে যেখানে নীরবে বছরের পর বছর নির্বাচনের নামে প্রহসন হয়ে আসছে।আমরা অনৈতিক ভাবে জীবনের নিরাপত্তার কারণে কম্প্রোমাইজ করতে বাধ্য হই।
আরও পড়ুনঃ ‘নো সিকিউরিটি,নো ডিউটি’ স্লোগান তুলে ডায়মন্ড হারবারে বিক্ষোভ ভোটকর্মীদের
নির্বাচন কমিশনের কাছে সেই সব বুথ শান্তিপূর্ণ! তাই আমাদের দাবি প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী সহ সুনিশ্চিত নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584