শ্যামল রায়,নবদ্বীপঃ
নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল মাঝেমধ্যেই জ্বর নিয়েই ভর্তি হচ্ছেন বহু রোগী।কখনো ডেঙ্গু রোগের জীবাণু মিললেই বড় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চিকিৎসকদের।নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসকরা জানিয়েছেন যে, “ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়ে আমাদের এই হাসপাতালে সেইরকম পরিকাঠামো নেই।অথচ রোগীকে কোন বড় ধরনের হাসপাতালে রেফার করা যাবে না।
এই ধরনের নির্দেশ থাকার ফলে বড় সমস্যায় পড়তে হচ্ছে আমাদের।এছাড়াও ডেঙ্গু রোগের যে ধরনের চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষা করা দরকার সেইরকম পরিকাঠামো নেই এই হাসপাতালে তাই মানবিক দিক থেকে আমাদেরও যথেষ্ট চাপের মুখে থাকতে হচ্ছে।”
তবুও চিকিৎসকরা চেষ্টা করছেন ডেঙ্গু রোগ থেকে রোগীদের কিভাবে সুস্থ করা যায় তার জন্য সমস্ত রকম উদ্যোগ অব্যাহত রয়েছে নবদ্বীপ জেনারেল হাসপাতাল।রবিবার জানা গিয়েছে যে নবদ্বীপ থানার অন্তর্গত মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের মাজদিয়া গ্রামের বিস্তীর্ণ অঞ্চল বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
ইতিমধ্যে এই এলাকায় ১০ থেকে ১৫ জনের ডেঙ্গু রোগের জীবাণু মিলেছে বলে খবর।
আরও জানা গিয়েছে যে কাজের সুবাদে এখানকার অনেকেই বিভিন্ন রাজ্যে থাকেন তাদের অনেকেই জ্বর নিয়ে এখানে ফিরে আসছেন তাই এলাকার বাসিন্দাদের অভিযোগ ডেঙ্গু বাইরে থেকেই এখানে এসে ছড়িয়ে পড়ছে।
অনেকেই মুম্বাই থেকে জল নিয়ে এখানে আসছেন অনেকেই কল্যাণীতে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুনঃ ডেঙ্গু আক্রান্ত নবম শ্রেণীর পড়ুয়ার মৃত্যু অশোকনগরে
মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান পবিত্র নন্দী জানিয়েছেন যে মাজদিয়ার বিস্তীর্ণ এলাকায় জঙ্গলে এবং জল রয়েছে তাই মশার লার্ভা তৈরি হচ্ছে বলে প্রাথমিক ধারণা তবে তারা মাঝে মধ্যেই সরকারিভাবে বিভিন্ন ধরনের প্রচার অভিযান এবং ডেঙ্গু রোগের প্রতিরোধ অভিযান এবং ডেঙ্গু রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার সমস্ত ব্যবস্থা নিয়ে থাকেন।
মাজদিয়া স্কুল মাঠ পাড়া এলাকার বাসিন্দা শৌভিক শর্মা মুম্বাইয়ে কাজ করেন কিছুদিন আগে সৌভিক জ্বর নিয়ে বাড়ি ফিরে আসেন।
এখানে এসে তার ডেঙ্গু ধরা পড়ে তিনি বলেন বর্তমানে সুস্থ আছেন।পঞ্চায়েত সমিতির সভাপতি হরিদাস দেবনাথ জানিয়েছেন যে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সচেতনতামূলক প্রচার জোর কদমে আমরা চালিয়ে যাচ্ছি এখানে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে সুপার বাপ্পা ঢালী জানিয়েছেন যে আমাদের এখানে জ্বর নিয়ে ভর্তি হলে আমাদের চিকিৎসকরা যত্ন সহকারে চিকিৎসা করেন এবং ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584