ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা অতিমারিতে ৩৫২৫ নতুন আক্রান্তের মত উদ্বিগ্ন পরিস্থিতিতে মধ্যপ্রদেশের সাগর জেলায় মঙ্গলবার সামাজিক দূরত্বকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক জৈন সাধুর আগমন ঘিরে রাস্তায় হাজার হাজার মানুষের ঢল নামল।
Scores of citizens throng the road in #MadhyaPradesh's #Sagar district to catch a glimpse of a Jain monk, Praman Sagar Maharaj. Openly flouting the #socialdistancing norms and #section144, citizens were seen without masks@iankushchoubey pic.twitter.com/rOcalrBtJs
— GoNewsIndia (@GoNews_India) May 13, 2020
করোনায় বেশি প্রভাবিত রাজ্য গুলোর মধ্যে মধ্যপ্রদেশ অন্যতম। ইতিমধ্যেই রাজ্যে মৃত্যু হয়েছে ২২৫ জনের, মোট আক্রান্তের সংখ্যা ৩৯৮৬। অন্যদিকে বুধবার সকালের তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৭৫ হাজার। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি বারবার সামাজিক দূরত্ব ও মাস্ক পরার নিদান সত্বেও লকডাউনের আইনকে পরোয়া না করে সাগর জেলার বান্দা শহরে সাধু প্রমনসাগর ( Pramansagar) ও তাঁর অনুচর বৃন্দের আগমন উপলক্ষ্যে পুরুষ মহিলা সহ কয়েক হাজার মানুষের জমায়েতে সবাই হতবাক।
Madhya Pradesh: A crowd gathered to welcome Jain monk Pramansagar in Banda, Sagar district yesterday. Praveen Bhuria, ASP Sagar says, "Directions given to investigate & take action against organizers if social distancing norms & section-144 were violated". pic.twitter.com/eWNgk4qf4o
— ANI (@ANI) May 13, 2020
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সাগর জেলার অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ প্রবীণ ভুড়িয়া জানিয়েছেন,”ঘটনায় তদন্ত ও আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।”
আরও পড়ুন:সাদা পাতায় শুধুই শিরোনাম ভাবলেশহীন চিদম্বরম
জানা গেছে সাগর জেলায় এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১০।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584