নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, যার জেরে আশ্বিনের শুরুতেই বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী রবিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যা সোম ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগোবে। এই নিম্নচাপের প্রভাবে আগামী রবি, সোম ও মঙ্গলবার বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ।
রবিবার দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।
আরও পড়ুনঃ ভূমিকম্পে কাঁপল নেপাল, কম্পন অনুভূত হল উত্তরবঙ্গের একাধিক জেলাতেও
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবিবার সন্ধের পর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584