শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ

বার বার প্রতিবাদ জানানো সত্বেও জনবহুল এলাকায় মদের দোকান খোলার প্রতিবাদে ও অবিলম্বে ওই মদের দোকান বন্ধ করার দাবিতে বালুরঘাট মহকুমা শাসকের নিকট বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্মারকলিপি পেশ করল এলাকার ক্ষুব্ধ মহিলারা।

ঘটনাটি বালুরঘাট শহরের খিদিরপুর এলাকার জনবহুল বটতলা মোড়ে নতুন মদের দোকান খোলাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দেয়। তারা জনবহুল এলাকায় মদের দোকান খোলা নিয়ে প্রথম থেকেই প্রতিবাদে সরব হন। এলাকার ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ তারা বিষয়টি জানতে পারার সাথে সাথে ওই দোকান যাতে জনবহুল এলাকার মধ্যে না খোলা হয় তার জন্য বালুরঘাট মহুকুমাশাসকের নিকট দাবি জানানোর পাশাপাশি তার হস্তক্ষেপ ও প্রার্থনা জানিয়েছিলেন।

তাদের আরও অভিযোগ মহকুমা শাসকের নিকট দাবি জানানোই সার কাজের কাজ কিছু হয় নি। এলাকায় মদের দোকান খুলে দেওয়া হয়েছে। যার ফলে আমাদের আশংকাই সত্যি তে পরিনত হল। মদের দোকান খোলার পর থেকেই এলাকার পরিবেশ খারাপ হয়ে পড়েছে।
ক্ষুব্ধ বাসিন্দাদের আর ও অভিযোগ রাত বাড়লেই পাড়ায় মদ মাতালের ভয়ে রাস্তা দিয়ে চলাচল যেমন দায় হয়ে পড়েছে। পাশাপাশি ছোট ছোট ছেলেরা এই নেশাতে আশক্ত হয়ে পড়ছে। যার জেরে এলাকার ঘরে ঘরে শুরু হয়েছে জোর অশান্তি।
তাই বাধ্য হয়ে এলাকার মহিলারা আবার ও এলাকার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার দাবির পাশাপাশি অবিলম্বে জনবহুল এলাকায় ওই মদের দোকান বন্ধ করে দেবার দাবিতে বালুরঘাট মহুকুমা শাসকের নিকট দরবার করতেই আজ তারা বালুরঘাট মহুকুমা শাসকের দফতরে এসেছেন বলে তারা জানান।
আরও পড়ুনঃ অনুষ্ঠান মঞ্চেই গোষ্ঠী দ্বন্দ্বে হাতাহাতি বিজেপির
তাদের আরও দাবি এরপরেও য্যদি প্রশাসনের তরফ থেকে ওই মদের দোকান বন্ধের কড়া পদক্ষেপ না নেওয়া হয় তবে তারা প্রশাসনের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নানতে বাধ্য হবেন বলে তারা জানান। এলাকায় এই নিয়ে চাপা উত্তেজনা বজায় রয়েছে বলে ওই এলাকা সুত্রে জানা গেছে।
যে কোনদিন এই নিয়ে এলাকা অশান্ত হয়ে উঠলে ও উঠতে পারে বলে এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584