নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ
পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন দেওয়া ঘিরে উত্তেজনা।আজ দুপুর বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে যশোর রোডের উপরে রাউতারা গ্রাম পঞ্চায়েতের সামনে।
রাস্তা তৈরিতে কাটমানি নেওয়ার অভিযোগে বিজেপি ৩ সদস্যকে গুরুত্ব না দেওয়া সহ বেশ কিছু দাবিতে ডেপুটেশন দেওয়া ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাবরার রাউতারা গ্রাম পঞ্চায়েত।
যশোর রোডের উপর দু পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়।যদিও হাবড়া থানার আই সি গৌতম মিত্রের তৎপরতায় কোন মতে পরিস্থিতি সামাল দিল হাবড়া থানার বিশাল পুলিশবাহিনী।বিজেপি সদস্য বিরোধী দলনেত্রী রাখি বিশ্বাস জানান বেশ কিছুদিন আগেই ডেপুটেশন জমা দেওয়ার জন্য প্রধান সুরজিৎ মোড়লের অনুমতি নেওয়া হয়।
আরও পড়ুনঃ ডেপুটেশন ঘিরে এবিভিপি-টিএমসিপি সংঘর্ষ
ডেপুটেশন দিতে গিয়ে তারা দেখতে পায় প্রচুর লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। বিজেপির অভিযোগ তারা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছিল কিন্তু স্থানীয় কিছু সদস্যদের প্ররোচনায় স্থানীয় যুবকদের নিয়ে তারা গালাগালি শুরু করে এবং তাদের নিয়ে যাওয়া মাইক বাধা টোটোর উপরে হামলা করে।
যদিও প্ৰধান সুরজিৎ মোড়ল বিজেপি সদস্যদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বেশ কিছুক্ষণ। যশোর রোডের যান চলাচল স্তব্ধ হয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584