টাকা ফেরতের দাবিতে রায়গঞ্জে ডেপুটেশন বিজেপির

0
60

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Deputation of bjp demand of return money | newsfront.co
নিজস্ব চিত্র

সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারন গরীব মানুষের কাছ থেকে কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে এবং বিভিন্ন প্রকল্পে সরকারি আমলা ও তৃনমূল নেতা জনপ্রতিনিধিদের দুর্নীতির প্রতিবাদে রায়গঞ্জ বিডিও অফিস ঘেরাও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি।

biswajit lahiri | newsfront.co
বিশ্বজিৎ লাহিড়ী, বিজেপির জেলা সাধারণ সম্পাদক।নিজস্ব চিত্র

রায়গঞ্জ বিডিও অফিস ও তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি অফিসের সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশো বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহন করেন। সারা রাজ্যের সাথে সাথে রায়গঞ্জেও উত্তর দিনাজপুর জেলা বিজেপি জেলা সাধারন সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল রায়গঞ্জ বিডিও অফিস চত্বরে৷তবে এদিন অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে ডেপুটেশন বিজেপির

বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী বলেন, তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি লাগামহীন দুর্নীতির সাথে যুক্ত। সাধারন মানুষের কাছ থেকে কাটমানি খেয়ে তাদের সরকারি প্রকল্পের সুবিধা দিয়েছে। এই কাটমানির টাকা ফেরতের দাবিতে এবং দুর্নীতির প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ অবস্থান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here