নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
কেন্দ্রীয় প্রকল্পের স্বচ্ছ ও সঠিক রুপায়ন, কাটমানি ফেরত, দলীয় কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, একশো দিনের কাজ প্রকল্পে দূর্নীতির অভিযোগ তুলে সাত দফা দাবিতে বাঁকুড়ার কোতুলপুর বিডিও অফিসে গণডেপুটেশন দিল বিজেপি।
বৃহস্পতিবার স্থানীয় বিজেপির নেতা-কর্মীরা মিছিল করে বিডিও অফিসে পৌঁছান।পরে দলের তরফে একটি প্রতিনিধি দল বিডিওর সঙ্গে দেখা করে এবিষয়ে আলোচনা করেন।সদ্য সমাপ্ত লোকসভা ভোটে জেলার দুই কেন্দ্রই হাতছাড়া হয়েছে শাসক দলের। এই ঘটনায় উজ্জীবিত বিজেপি কর্মীরা ফল প্রকাশের পর থেকেই জেলা জুড়ে শাসক দলের দূর্নীতির অভিযোগ তুলে আন্দোলন তীব্র করে তুলছেন।
আরও পড়ুনঃ দলীয় কার্যালয় হয়ে গেল সরকারি প্রকল্পের ঘর
জেলার বেশীরভাগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত গুলিতে ডেপুটেশন ও বিক্ষোভ সমাবেশ শেষে এবার ব্লক অফিস গুলিতে গণডেপুটেশন দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584