নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মাঝে মধ্যেই খবরের শিরোনামে পশ্চিম মেদিনীপুর জেলার সবং,কখনও বা রাজনৈতিক সংঘর্ষ,কখনও বা এলাকা দখলকে কেন্দ্র করে লড়াই,এরই মধ্যে এলাকায় শান্তি রক্ষার্থে প্রশাসনের দরবারে জেলা যুব কংগ্রেস।
শুক্রবার পদযাত্রার মাধ্যমে একাধিক দাবি-দাওয়া নিয়ে সবং বিডিওর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মূলত দাবিগুলি হল রাজনৈতিক ও অরাজনৈতিক সন্ত্রাস বন্ধ করতে হবে, একশো দিনের কাজের নামে যেসব দুর্নীতি চলছে সেগুলি অবিলম্বে বন্ধ করতে হবে, সবং এলাকায় যে সমস্ত মানুষ এখনও পর্যন্ত শৌচাগার পায়নি তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, পঠন পাঠনের জায়গায় রাজনীতি চলবে না এই সব একগুচ্ছ দাবি নিয়ে বিডিও অভিজিত ব্যানার্জির কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
যদিও এ ব্যাপারে অভিজিৎ ব্যানার্জি এ ব্যাপারগুলো অবশ্যই নজর দেবেন এমনই আশ্বাস দেন।
আরও পড়ুনঃ জাতীয় সড়কে টোটো বন্ধের দাবিতে ম্যাক্সিক্যাব চালকদের ধর্মঘট
এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সাইফুল, সবং ব্লক কংগ্রেসের যুব সভাপতি অভিজিত আদক সহ অন্যান্য ব্লক কংগ্রেস নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584