নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ভারতীয় জনতা কিষান মোর্চা মিছিল সহকারে বিক্ষোভ সমাবেশ করে ডেপুটেশন দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলাশাসকে।উপস্থিত ছিলেন কিষান মোর্চার জেলা সভাপতি ললিত কুমার জানা,বিজেপি জেলা সম্পাদক শংকর দাস,অরূপ দাস,মেদিনীপুর দুই মন্ডল সভাপতি তপন কুমার সামন্ত,অজয় সাউ,বিশ্বনাথ পাটনায়েক সহ জেলা ও মন্ডল থেকে আগত অন্যান্য নেতৃত্ব সদস্য।
উক্ত জেলাশাসকের দপ্তরের সামনে বক্তব্য রাখেন শঙ্কর দাস তিনি বলেন পশ্চিমবঙ্গের কিষান ভুকা দিন কাটাচ্ছেন তাদের শিশু সন্তান শিক্ষা,স্বাস্থ্য অধিকার হরণ করা হচ্ছে।কেন্দ্রীয় সরকার কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য বহু প্রকল্প এনেছেন এ রাজ্যে বাস্তবায়ন হচ্ছে না।
কেন্দ্রীয় সরকার প্রান্তিক চাষীদের জমির শস্যমূল্য সঠিক ভাবে নির্ধারন করলেও রাজ্য থেকে তা তারা বঞ্চিত হচ্ছেন কৃষক ভাইয়েরা তাদের ন্যায্য ফসলের দাম ও অধিকার পাচ্ছেন না।প্রান্তিক কৃষিক ভাইয়েরা তাদের ন্যায্য ফসলের দাম যাতে পায় তার ব্যবস্থা গ্রহণ করা কোটি কোটি টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিয়েছেন সেই কৃষি ভাইয়েরা পাচ্ছেন না।বাজার গড়ার নামে লুট হচ্ছে কৃষকের টাকা।এ রাজ্যের প্রান্তিক কৃষি ভাইয়েরা তাদের ন্যায্য ফসলের দাম পাচ্ছেন না।কৃষকরা এখনো কিষান ক্রেডিট কার্ড পায়নি।
সমস্ত কৃষককে আন্দোলনে নামতে হবে।কৃষি ঋণ অবিলম্বে মুকুব করতে হবে।
অবিলম্বে কিষান ক্রেডিট কার্ড সমস্ত কৃষককে দিতে হবে।
কৃষকদের জন্য মহকুমা ভিত্তিক মাটি পরীক্ষা কেন্দ্র নির্মাণ করতে হবে।কৃষকের বিদ্যুৎ মাসুল কমাতে হবে।
সমস্ত কৃষককে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনতে হবে।
সমস্ত কৃষককে সামাজিক সুরক্ষা প্রকল্পের ন্যায় চিকিৎসা বীমা,
পেনশন,দিতে হবে।
আরও পড়ুনঃ আরপিএফের মারে মৃত যুবক,গ্রেফতার অভিযুক্ত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584