পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
অবিলম্বে বিভিন্ন পঞ্চায়েতগুলিতে দূর্নীতি বন্ধ করতে হবে এবং সমস্ত জনপ্রতিনিধিদের কাটমানি ফেরত দিতে হবে। সংশ্লিষ্ট বিষয়গুলো সহ এগারো দফা দাবিতে সরব হয়ে সোমবার চোপড়ার বিডিওকে স্মারকলিপি দিল ব্লক কংগ্রেস।শুধু স্মারকলিপিই নয়,এ দিন এই বিষয়টিকে সামনে রেখে চললো অবস্থান-বিক্ষোভ।
কংগ্রেসের সদস্যদের অভিযোগ, চোপড়া ব্লকের লক্ষ্মীপুর,দাসপাড়া এবং ঘিরনীগাঁও সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সদস্যরা লক্ষ লক্ষ টাকার আর্থিক দূর্নীতির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে।একশো দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে কাজ না করে তারা আর্থিক নয়-ছয় করেছেন।
পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানি ফেরত দেওয়ার কথা বললেও স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে তা কোন ভাবেই পাওয়া যাচ্ছে না।
তাই বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রায় তিনশ জন মানুষ যারা ইতিমধ্যেই কাটমানি দিয়েছেন সেই কাটমানি না ফেরত পেয়ে তারা দ্বারস্থ হন বিডিওর কাছে।
বিক্ষোভরত নেতা ফারাদুল ইসলাম জানান, অবিলম্বে দূর্নীতি বন্ধ না হলে এবং কাটমানি ফেরত না পেলে ভবিষ্যতে বিডিও অফিসের গেট ভেঙে ঢুকে বিক্ষোভ দেখাতেও তারা পিছিয়ে যাবেন না।এমনকি চলতে থাকবে তাদের লাগাতার আন্দোলন।
আরও পড়ুনঃ ন্যায্য বেতনের দাবিতে ভিআরপি কর্মীদের ডেপুটেশন
এদিনেই বিক্ষোভ, প্রতিবাদ,অবস্থান ও ধর্ণাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।চোপড়া থানা থেকে পাঠানো হয় বিশাল পুলিশবাহিনী।সপ্তাহের প্রথম দিন সোমবার অনেকেই বিডিও অফিসে কাজ করতে গেলেও এই অবস্থান এর জেরে তাদের ফিরে যেতে হয়।
প্রশাসনিকভাবে অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের আন্দোলন সংগঠিত করবার হুমকি দিয়েছেন কংগ্রেসের নেতারা।যদিও চোপড়ার বিডিওর সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার প্রতিক্রিয়া জানা যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584