দাঁতনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পঞ্চায়েত উপপ্রধানের

0
51

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার দাঁতনে বিজেপি ছেড়ে সদলবলে তৃণমূলে যোগ দিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দাঁতন ১ নং ব্লকের ৪ নং শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক বাগুলি এদিন তৃণমূলে যোগ দেন। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করে দখল করেছিলেন উপপ্রধানের আসন।

tmc party | newsfront.co
নিজস্ব চিত্র

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ও বিজেপি ৯ টা করে আসনে জয়লাভ করেছিল। পরে টসের মাধ্যমে প্রধান ও উপপ্রধান দুটো আসনই দখল করে বিজেপি।দুবছর ৪ মাসের মাথায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদিলেন উপপ্রধান অশোক বাগুলি।

tmc | newsfront.co
নিজস্ব চিত্র

অশোক বাবুর দাবি ১৯৯৩ সাল থেকে বিজেপি করলেও ইদানিং বিজেপিতে কাজের থেকে অসংলগ্ন কথা বাড়তে শুরু করেছে। সম্প্রতি তিনি উপপ্রধান হলেও তাকে অন্ধকারে রেখে সমস্ত কাজ চলছিল। তাই তিনি উন্নয়নের কাজে হাত মেলাতে তৃণমূলে যোগ দেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতি।

আরও পড়ুনঃ বাস ভাড়া বাড়ানোর দাবিতে অতিরিক্ত জেলা শাসককে ডেপুটেশন বাসমালিক সংগঠনের

এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডাঃ মানসরঞ্জন ভূইঞা, বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান,বিধায়ক পরেশ মুর্মু সহ অন্যান্যরা।তৃণমূলের দাবি এদিন বিজেপির উপপ্রধান অশোক বাগুলি সহ ১১০জন তৃণমূলে যোগ দেন। এদিন সভা মঞ্চ থেকে সদ্য প্রয়াত বিধায়ক তমোনাশ ঘোষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করাহয়। তবে এই যোগদান প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সমিত দাসের বক্তব্য তৃণমূল ভুল বুঝিয়ে দল বদল করিয়েছে। মানুষ তৃণমূলের সাথে নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here