শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
কর মকুবের প্রচারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরে অটো খুঁজে প্রচার করার নির্দেশ পেয়েছিলেন চিকিৎসকরা। আর এই নির্দেশ অপমানের শামিল বলে দাবি করেছিলেন চিকিৎসকদের একাংশ। বৃহস্পতিবার পুর চিকিৎসকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠান স্বাস্থ্য বিভাগের সিএমওএইচ (৩) সুব্রত রায় চৌধুরী।
রবিবার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই পুরসভার অভিযোগ স্বাস্থ্য বিভাগের (৩) সুব্রত রায় চৌধুরী নতুন বার্তায় জানিয়েছেন, পুর চিকিৎসকদের আর অটোয় করে মাইকিং করতে হবে না। প্রচার প্রক্রিয়া থেকে স্বাস্থ্য দফতরকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন নির্দেশে কিছুটা হলেও স্বস্তিতে চিকিৎসক মহল।
আরও পড়ুনঃ কনকনে ঠান্ডা উপেক্ষা করে সল্টলেকে অবস্থান-বিক্ষোভে পার্শ্ব, গ্র্যাজুয়েট শিক্ষকরা
বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিএমওএইচ (৩) সুব্রত রায়চৌধুরী জানান, ২৪ ঘন্টার মধ্যে অটোর ব্যবস্থা করতে হবে। সেই অটোয় থাকবে কর মুকুব সংক্রান্ত ঘোষণার প্রচার পত্র, পেনড্রাইভ ও অ্যাসেসমেন্ট বিভাগের একজন কর্মী। মেম্বার অ্যাডমিনিস্ট্রেটরের (হেলথ) নির্দেশে এই বার্তা দেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে তা প্রকাশ্যে আসতেই ডাক্তারদের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।
আরও পড়ুনঃ অটোয় চড়ে কর মুকুবের প্রচার করবেন চিকিৎসকরা! পুরসভায় স্বাস্থ্য বিভাগের বার্তায় বিতর্ক
পুর চিকিৎসকরা বলেন, অ্যাসেসমেন্ট বিভাগের কাজ কেন চিকিৎসকদের করতে হবে। জনস্বাস্থ্য পরিষেবা ছাড়া আর কী কী কাজ ডাক্তারদের দিয়ে করানো হবে! সে প্রশ্নও তুলতে শুরু করেন পুর চিকিৎসকদের একাংশ। চিকিৎসকদের বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন ডেপুটি সিএমওএইচ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584