উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
একুশের বিধানসভা ভোট নিয়ে কাজ শুরু করল নির্বাচন কমিশন। আগামী বছর বিধানসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনা করতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৃহস্পতিবার বিকেলে তাঁর সঙ্গে বৈঠক হল মুখ্য সচিবের। এছাড়াও এদিন বৈঠক হবে দক্ষিণবঙ্গের জেলা শাসক ও পুলিস সুপারদের সঙ্গে। এমনটাই সূত্রের খবর।
রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, বিভিন্ন জেলার পুলিশ রিপোর্ট ও নির্বাচনী আধিকারিকদের রিপোর্ট পর্যালোচনা করেন তিনি। আগামিকাল প্রেসিডেন্সি রেঞ্জ, বর্ধমান ও মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন সুদীপ জৈন।
আরও পড়ুনঃ বিজেপিতে যাচ্ছেন শুভেন্দু দাবি জিতেন্দ্রর
পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত নির্বাচনী আধিকারিক, উপ মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে বলে জানা গেছে। এছাড়াও এই সফরের মাঝে রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা, ডিজির সঙ্গেও বৈঠক হতে পারে বলে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রের খবর।
আরও পড়ুনঃ কেন্দ্রকে নয়া কৃষি আইন স্থগিত রাখার পরামর্শ সুপ্রিম কোর্টের
রাজ্য নির্বাচন কমিশনের একটি সূত্রের দাবি, গত নির্বাচনে যেসব বুথে অশান্তি হয়েছিল সেগুলি সম্পর্কেও খোঁজ নিলেন উপমুখ্য নির্বাচন কমিশনার। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, বর্তমান ভোটার তালিকায় বহু ভুলত্রুটি রয়েছে। সেসব নিয়ে নিয়েও কথা হয়েছে বলে খবর।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ সফর শেষে কলকাতার পথে মমতা
পাশাপাশি বিহার বিধানসভা নির্বাচনের মতো করোনা সাবধানতা হিসেবে বুথের সংখ্যা বাড়ানো যায় কিনা সে ব্যাপারেরও আলোচনা হয়েছে বলে একটি সূত্রের খবরে জানা গেছে।
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েও স্বাস্থ্য সচিবের সঙ্গে তাঁর বৈঠক আগামীকাল হতে পারে বলে জানা যাচ্ছে। শুক্রবার মালদা, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরের জেলাশাসক, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পঙের প্রশাসনিক কর্তা এবং পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। বৈঠক হবে উত্তরবঙ্গে। এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584