শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ
বিতর্কিত বাবা, ডেরা সাচ্চা সৌদা গুরমীত রাম রহিম সিং আবারও ২১ দিনের জন্য জামিনে জেলের বাইরে বেরিয়ে আসছেন। ২০০২ সালে তার ম্যানেজারকে হত্যা করার অপরাধে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আবার পুনরায় ২০১৭ সালে দুইজন মহিলাকে ধর্ষণের অপরাধে ২০ বছরের সাজা হয়।
আজ সন্ধ্যা নাগাদ হরিয়াণার রোহিতক জেলার সুনারিয়া জেল থেকে ২১ দিনের জামিনে বেরিয়ে আসার খবর শোনা যাচ্ছে। এর আগেও তাঁর অসুস্থ মাকে দেখার জন্য এবং মেডিকেল চেক আপের জন্য ব্যক্তিগত প্যারোলে মুক্তি পেয়েছেন তিনি। হরিয়ানার জেল মন্ত্রী রঞ্জিত সিং চৌতলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “তিনি যাবতীয় আইন মেনেই ২১ দিনের জন্য বাইরে আসছেন।”
যদিও বিরোধীদের দাবি অন্যরকম, সামনে পাঞ্জাব নির্বাচন। বিজেপি পাঞ্জাবে ক্ষমতাসীন কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া। তাই হরিয়ানায় ক্ষমতাসীন বিজেপি সরকার চক্রান্ত করে ডেরা বাবা রাম রহিমকে বাইরে আনছে। কারণ পাঞ্জাবের মালওয়া অঞ্চলে রাম রহিম সিং -এর ব্যাপক প্রভাব আছে। এই অঞ্চলের ভোটারদের ডেরা বাবা যাকে ভোট দিতে বলবেন, তাদেরই দেবেন। আর এই অঞ্চলের আসনগুলোকে সরকার গঠনের প্রধান মাধ্যম হিসেবে ধরা হয়। অন্যদিকে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আর মাত্র ২ সপ্তাহ বাকি। তাই বিরোধীদের অভিযোগ, সমস্ত দিক বিবেচনা করে চক্রান্ত করে ডেরা বাবাকে বাইরে আনছে হরিয়ানা সরকার।
আরও পড়ুনঃ সোমবার দুদিনের সফরে লখনৌ যাচ্ছেন মমতা, প্রচার সমাজবাদী পার্টির সমর্থনে
পরিসংখ্যান অনুযায়ী মালওয়া অঞ্চলে ৬৯ টি নির্বাচনী এলাকা আছে। যা পাঞ্জাবের মোট আসন ১১৭ টির অর্ধেকের বেশি। আর এই অঞ্চলের ভোটাররা ডেরা বাবার পছন্দমতো দলকে ভোট দেয়। এই অঞ্চলে ডেরা অনুগামীদের সংখ্যা প্রায় কোটিরও অধিক। এর আগে ২০০৭ সালে প্রকাশ্য ডেরা বাবা প্রকাশ্য কংগ্রেস দলকে সমর্থন করেছিল। তার ফলস্বরূপ কংগ্রেস হেরে যাওয়া সমস্ত আসনে ব্যাপকভাবে জয়লাভ করেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584