নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
লকডাউনে এয়ার ইন্ডিয়ার কর্মীদের বিনা বেতনে ছুটি দেওয়াতে অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কেন্দ্রীয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। ওই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি দিয়েছেন তিনি। মোদী সরকারের সিদ্ধান্ত ‘পরস্পর বিরোধী’ ও ‘অগণতান্ত্রিক’ বলে দাবি করেছেন ডেরেক।
চিঠিতে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা লিখেছেন যে, ‘লকডাউনে কর্মীদের বেতন দেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। কিন্তু, কেন্দ্রীয় সরকার স্বয়ং সেই নির্দেশিকা বিরোধী পদক্ষেপ করছে। লকডাউনে রাষ্ট্রায়ত্ব এই বিমান সংস্থার কর্মীরা কাজ করেছেন। কিন্তু তাঁদের বেতন দেওয়া হবে না বলে জানানো হয়েছে। আগে আশ্বাস দিলেও এখন এয়ার ইন্ডিয়া কর্মীদের প্রতি মোদী সরকার সহানুভূতিশীল নয়।’
আরও পড়ুনঃ বেসরকারি ট্রেন নিয়ে আরও ব্যাকফুটে রেলমন্ত্রক
সম্পূর্ণ প্রক্রিয়াটিই অগণতান্ত্রিক বলে দাবি করেছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তাঁর কেন্দ্রীয় মন্ত্রীকে দেওয়া চিঠিতে উল্লেখ রয়েছে, ‘কেন্দ্র যে পরিকল্পনা করেছে তার থেকে অগণতান্ত্রিক কিছু হয় না। কোনও কর্মী এই প্রকল্প চায়নি। প্রক্রিয়াটি তৈরির সময় কর্মীদের স্বার্থের কথা বলার জন্যও কেউ ছিলেন না। পুরো বিষয়টিই একতরফাভাবে হয়েছে।’ কেন্দ্রীয় সিদ্ধান্তকে ‘অমানবিক’ বলে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তৃণমূল সাংসদ।
আরও পড়ুনঃ কমছে ইলেক্ট্রিকের বিল, জুন মাসের টাকা দিলেই হবে, জানাল সিইএসসি
ডেরেক আরও বলেন যে, ‘বিনা বেতনে ছুটির সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার কর্মীদের জীবন-জীবীকার অধিকারের উপর আঘাত আনা এনেছে। তাঁর মতে, ‘এই পদক্ষেপ দেশের শ্রম আইনের পরিপন্থী।’ একই সঙ্গে বিমান সংস্থার কর্মীদের বাকি থাকা বেতনও মিটিয়ে দেওয়ার আর্জি জানান ডেরেক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584